অবরোধের প্রতিবাদে চিরিরবন্দরে শান্তি ও ইউনিয়ন সমাবেশ
নিজামুল ইসলাম/দিনাজপুর প্রতিনিধিঃ
দেশব্যাপী বিএনপি ও জামায়াতের অবরোধ কর্মসূচির প্রতিবাদে চিরিরবন্দর উপজেলার ১ নং নশরতপুর ইউনিয়নের রানিরবন্দরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ নভেম্বর (সোমবার) এ বিক্ষোভ, উন্নয়ন ও শান্তি এবং প্রতিবাদ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার মোঃ হবিবুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিনাজপুর ৪ (চিরিরবন্দর-খানসামা) সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম তারিক।
এসময় তিনি তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং বিএনপি ও জামায়াতের অবরোধ, হরতাল, আগুন সন্ত্রাস প্রতিহত করার জন্য নেতাকর্মীদের আহ্বান করেন। এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হয়ে সকালের কাছে দোয়া প্রার্থনা করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের যুগ্ম-আহবায়ক মোঃ হাবিবুর রহমান, দিনাজপুর জেলা আওয়ামী তাঁতি লীগের সদস্য মোঃ মোকারম হোসেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর সবুর,
ওমর ফারুক, মোঃ রমজান আলী শাহ্,
৫নং আব্দুলপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক, লুৎফর রহমান বিদুৎ, মোঃ রশিদুল ইসলাম, ইউপি সদস্য মোঃ জিকু,
নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার প্রমুখ ।