ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

অবরোধ করে ফের আন্দোলনে ববি শিক্ষার্থীরা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৪৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে ফের আন্দোলনে নেমেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। ৩ দফা দাবিতে শনিবার সকাল ৯টা থেকে ক্যাম্পাসের মূল ফটকে জড়ো হয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে বরিশাল, ভোলা, পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনাসহ দক্ষিণাঞ্চলের ১০ রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন এসব রুটের যাত্রীরা।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ দুই শ্রমিককে আটক করলেও আন্দোলনকারীরা ‘চিহ্নিত হামলাকারীদের’ গ্রেপ্তারের দাবিতে অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি হচ্ছে– হামলাকারীদের গ্রেপ্তার করা, অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলা দায়ের এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অমিত হাসান রক্তিম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গা ছাড়া ভাব দেখিয়েছে। আমাদের মৌলিক অধিকার আদায়ে ৩ দফা দাবিতে আন্দোলন চলমান রেখেছি।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, গত মঙ্গলবার মধ্যরাতে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা হামলাকারীদের নামের তালিকা দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা না করে অজ্ঞাতদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। আবার সেই অভিযোগে ঘটনার সঠিক বিবরণ না দিয়ে শুধুমাত্র জখমের কথা উল্লেখ করা হয়। শিক্ষার্থীরা ববি কর্তৃপক্ষের ‘নতজানু নীতি’ প্রত্যাখান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখার ঘোষণা দিয়েছেন।

এদিকে ববির জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ রুমি জানিয়েছেন, নগরের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে শিক্ষার্থীদের মেসে ঢুকে হামলার ঘটনায় শুক্রবার রাত আড়াইটার দিকে দুই পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা অব্যাহত রেখেছে।

এদিকে দুই শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে রূপাতলী বাস টার্মিনালে শ্রমিকরা বিক্ষোভ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে রূপাতলী বাস টার্মিনাল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সঙ্গে নগরীর রূপাতলীস্থ বিআরটিসি কাউন্টারের স্টাফের কথা কাটাকাটি হয়। তুচ্ছ ওই ঘটনায় কাউন্টার স্টাফ রফিক ২ শিক্ষার্থীকে লাঞ্চিত করে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে এবং রফিককে গ্রেপ্তারের দাবি জানায়। ওই ঘটনার জেরে মঙ্গলবার গভীর রাতে রূপাতলী এলাকায় শিক্ষার্থীদের বিভিন্ন মেসে গিয়ে নৃশংস হামলার অভিযোগ ওঠে বাস শ্রমিকদের বিরুদ্ধে। এর প্রতিবাদে বুধবার দিনভর বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা বিকেলে সড়ক অবরোধ স্থগিত করে। তবে ৪৮ ঘণ্টায়ও দাবি পূরণ না হওয়ায় শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শনিবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা।

জানা গেছে, শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের ওপর হামলায় নেতৃত্বদানকারী তিন জনের নাম প্রকাশ করেছে। তারা হচ্ছেন-  মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এবং মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম মানিক এবং তেল মামুন নামের এক শ্রমিক নেতা।

ট্যাগস :

অবরোধ করে ফের আন্দোলনে ববি শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৮:৪৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১

অনলাইন ডেস্কঃ

সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে ফের আন্দোলনে নেমেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। ৩ দফা দাবিতে শনিবার সকাল ৯টা থেকে ক্যাম্পাসের মূল ফটকে জড়ো হয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে বরিশাল, ভোলা, পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনাসহ দক্ষিণাঞ্চলের ১০ রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন এসব রুটের যাত্রীরা।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ দুই শ্রমিককে আটক করলেও আন্দোলনকারীরা ‘চিহ্নিত হামলাকারীদের’ গ্রেপ্তারের দাবিতে অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি হচ্ছে– হামলাকারীদের গ্রেপ্তার করা, অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলা দায়ের এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অমিত হাসান রক্তিম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গা ছাড়া ভাব দেখিয়েছে। আমাদের মৌলিক অধিকার আদায়ে ৩ দফা দাবিতে আন্দোলন চলমান রেখেছি।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, গত মঙ্গলবার মধ্যরাতে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা হামলাকারীদের নামের তালিকা দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা না করে অজ্ঞাতদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। আবার সেই অভিযোগে ঘটনার সঠিক বিবরণ না দিয়ে শুধুমাত্র জখমের কথা উল্লেখ করা হয়। শিক্ষার্থীরা ববি কর্তৃপক্ষের ‘নতজানু নীতি’ প্রত্যাখান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখার ঘোষণা দিয়েছেন।

এদিকে ববির জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ রুমি জানিয়েছেন, নগরের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে শিক্ষার্থীদের মেসে ঢুকে হামলার ঘটনায় শুক্রবার রাত আড়াইটার দিকে দুই পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা অব্যাহত রেখেছে।

এদিকে দুই শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে রূপাতলী বাস টার্মিনালে শ্রমিকরা বিক্ষোভ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে রূপাতলী বাস টার্মিনাল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সঙ্গে নগরীর রূপাতলীস্থ বিআরটিসি কাউন্টারের স্টাফের কথা কাটাকাটি হয়। তুচ্ছ ওই ঘটনায় কাউন্টার স্টাফ রফিক ২ শিক্ষার্থীকে লাঞ্চিত করে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে এবং রফিককে গ্রেপ্তারের দাবি জানায়। ওই ঘটনার জেরে মঙ্গলবার গভীর রাতে রূপাতলী এলাকায় শিক্ষার্থীদের বিভিন্ন মেসে গিয়ে নৃশংস হামলার অভিযোগ ওঠে বাস শ্রমিকদের বিরুদ্ধে। এর প্রতিবাদে বুধবার দিনভর বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা বিকেলে সড়ক অবরোধ স্থগিত করে। তবে ৪৮ ঘণ্টায়ও দাবি পূরণ না হওয়ায় শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শনিবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা।

জানা গেছে, শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের ওপর হামলায় নেতৃত্বদানকারী তিন জনের নাম প্রকাশ করেছে। তারা হচ্ছেন-  মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এবং মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম মানিক এবং তেল মামুন নামের এক শ্রমিক নেতা।