ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি Logo দেশে এমন জানাজা আগে কেউ দেখেনি

অবশেষে আজ ফিরলো চ্যাম্পিয়নস লিগ

News Editor
  • আপডেট সময় : ০৫:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / ১১৩২ বার পড়া হয়েছে

প্রতিবারের মত নির্ধারিত সময়ে এবার শুরু হয়নি চ্যাম্পিয়নস লীগের খেলা। করোনার কারনে গত মৌসুমে লীগ ও চ্যাম্পিয়নস লীগ দেরীতে শেষ হওয়ায় এবারের লীগ ও চ্যাম্পিয়নস লীগ ফিরেছে দেরীতে। দেরীতে ফিরলেও অবশেষে আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের ম্যাচ।

জেনিত ও ক্লাব ব্রাগ এর মধ্যে দিয়ে গড়াবে এবারের চ্যাম্পিয়নস লীগ। রাত ১০.৫৫ টায় মাঠে নামবে তারা। ১১.৫৫ তে ডায়নামো কিয়েভের প্রতিপক্ষ জুভেন্টাস। জুভেন্টাসের প্রথম ম্যাচ টি মিস করবেন রোনালদো। এর আগের লীগ ম্যাচেও অংশ নিতে পারেনি তিনি। করোনা শনাক্ত হওয়ায় আইসোলেশনে আছে রোনালদো। আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লীগে বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচ তিনি খেলতে পারবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়।

আইসিসি’র চেয়ারম্যান পদের লড়াইয়ে নেই সৌরভ গাঙ্গুলি

আজকে সবচেয়ে বড় ম্যাচ হলো পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে। ম্যাচ কে ঘিরে অবশ্যই আলাদা আগ্রহ থাকবে ফুটবল প্রেমীদের মধ্যে। শেষবার যখন চ্যাম্পিয়নস লীগে ২ দল মুখোমুখি হয়েছিল সেবার শেষ মিনিটে পিএসজির মাঠে রাশফোর্ডের পেনাল্টি গোল চ্যাম্পিয়নস লীগ থেকে ছিটকে দেয় পিএসজি কে। অবশ্যই সেটার প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে পিএসজি।

খেলা হবে প্যারিসেরই ঘরের মাঠে। খেলা শুরু হবে রাত ১ টায়। আরেকটি বড় ম্যাচে মাঠে নামবে লাজিও ও বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচে আলাদা আকর্ষণ থাকবে ২ দলের স্ট্রাইকারের উপর। লাজিওর ইমোবাইল বর্তমান গোল্ডেন শ্যু উইনার এবং বরুশিয়ার হালান্ড যে আগামি ফুটবল বিশ্বে রাজত্ব করবে সেটা অনুমেয়ই। দেশ ও ক্লাবের হয়ে শেষে ৫৭ ম্যাচে ৫৬ গোল করেছে তিনি। বয়স এখনও ২০ পার হয়নি তার। তাই বলাই চলে আক্রমণে স্পেশাল কিছু থাকবে আজকের ম্যাচে। খেলাটি শুরু হবে রাত ১ টায়।

এদিকে ভিন্ন ভিন্ন ম্যাচে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে আতিথ্য দিবে ফেরেংকভারোস ও শাখতার দোনেস্ক। নিজেদের শেষ লীগ ম্যাচে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ২ দলই হেরেছে ১-০ গোলের ব্যবধানে।

রিয়াল হেরেছিল নবাগত কাদিজের কাছে এবং বার্সা হেরেছিল গ্রানাডার কাছে। যদিও এটা চ্যাম্পিয়নস লীগে তাদের প্রথম ম্যাচ তাই তারা একটু চাপে থাকবে এটা অনুমেয়ই। ২ দলেরই খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টা বাজে। এছাড়া একই টাইমে খেলতে নামবে চেলসি বনাম সেভিয়া, সালসবার্গ বনাম লোকমোটিভ, রেনেস বনাম ক্রাসনোদার।

অবশেষে আজ ফিরলো চ্যাম্পিয়নস লিগ

আপডেট সময় : ০৫:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০

প্রতিবারের মত নির্ধারিত সময়ে এবার শুরু হয়নি চ্যাম্পিয়নস লীগের খেলা। করোনার কারনে গত মৌসুমে লীগ ও চ্যাম্পিয়নস লীগ দেরীতে শেষ হওয়ায় এবারের লীগ ও চ্যাম্পিয়নস লীগ ফিরেছে দেরীতে। দেরীতে ফিরলেও অবশেষে আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের ম্যাচ।

জেনিত ও ক্লাব ব্রাগ এর মধ্যে দিয়ে গড়াবে এবারের চ্যাম্পিয়নস লীগ। রাত ১০.৫৫ টায় মাঠে নামবে তারা। ১১.৫৫ তে ডায়নামো কিয়েভের প্রতিপক্ষ জুভেন্টাস। জুভেন্টাসের প্রথম ম্যাচ টি মিস করবেন রোনালদো। এর আগের লীগ ম্যাচেও অংশ নিতে পারেনি তিনি। করোনা শনাক্ত হওয়ায় আইসোলেশনে আছে রোনালদো। আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লীগে বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচ তিনি খেলতে পারবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়।

আইসিসি’র চেয়ারম্যান পদের লড়াইয়ে নেই সৌরভ গাঙ্গুলি

আজকে সবচেয়ে বড় ম্যাচ হলো পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে। ম্যাচ কে ঘিরে অবশ্যই আলাদা আগ্রহ থাকবে ফুটবল প্রেমীদের মধ্যে। শেষবার যখন চ্যাম্পিয়নস লীগে ২ দল মুখোমুখি হয়েছিল সেবার শেষ মিনিটে পিএসজির মাঠে রাশফোর্ডের পেনাল্টি গোল চ্যাম্পিয়নস লীগ থেকে ছিটকে দেয় পিএসজি কে। অবশ্যই সেটার প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে পিএসজি।

খেলা হবে প্যারিসেরই ঘরের মাঠে। খেলা শুরু হবে রাত ১ টায়। আরেকটি বড় ম্যাচে মাঠে নামবে লাজিও ও বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচে আলাদা আকর্ষণ থাকবে ২ দলের স্ট্রাইকারের উপর। লাজিওর ইমোবাইল বর্তমান গোল্ডেন শ্যু উইনার এবং বরুশিয়ার হালান্ড যে আগামি ফুটবল বিশ্বে রাজত্ব করবে সেটা অনুমেয়ই। দেশ ও ক্লাবের হয়ে শেষে ৫৭ ম্যাচে ৫৬ গোল করেছে তিনি। বয়স এখনও ২০ পার হয়নি তার। তাই বলাই চলে আক্রমণে স্পেশাল কিছু থাকবে আজকের ম্যাচে। খেলাটি শুরু হবে রাত ১ টায়।

এদিকে ভিন্ন ভিন্ন ম্যাচে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে আতিথ্য দিবে ফেরেংকভারোস ও শাখতার দোনেস্ক। নিজেদের শেষ লীগ ম্যাচে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ২ দলই হেরেছে ১-০ গোলের ব্যবধানে।

রিয়াল হেরেছিল নবাগত কাদিজের কাছে এবং বার্সা হেরেছিল গ্রানাডার কাছে। যদিও এটা চ্যাম্পিয়নস লীগে তাদের প্রথম ম্যাচ তাই তারা একটু চাপে থাকবে এটা অনুমেয়ই। ২ দলেরই খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টা বাজে। এছাড়া একই টাইমে খেলতে নামবে চেলসি বনাম সেভিয়া, সালসবার্গ বনাম লোকমোটিভ, রেনেস বনাম ক্রাসনোদার।