অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরীর যন্ত্রপাতিসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহীনি
- আপডেট সময় : ০৭:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১২৯১ বার পড়া হয়েছে
অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরীর যন্ত্রপাতিসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহীনি
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরীর যন্ত্রপাতিসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহীনির সিন্দুকছড়ি জোন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় স্থানীয়ভাবে অস্ত্র তৈয়ারী করা যার ফলে অস্ত্র তৈয়ারীতে ব্যবহৃত যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামসহ লোকজন ছিন্নমূল এলাকায় অবৈধ অস্ত্র তৈয়ারীর কারখানাটিতে অবস্থান করছে।
এমন সংবাদের ভিক্তিতে আজ শনিবার (৩০ আগষ্ট) সকাল ৮ টার দিকে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২০ ফিল্ড রেজিেমন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস আজিজীর নেতৃত্বে ৩টি টহল দল অবৈধ অস্ত্র কারখানায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ জনকে আটক করে।
পরবর্তীতে আটক ৪জন ও অস্ত্র তৈরীর সকল সরঞ্জামাদি সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করে। আটককৃত ব্যক্তিদের বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদির মাঝে রয়েছে:- ৬টি স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্টুজ, ৫ রাউন্ড ভরা কার্টুজ, ১টি চায়নিজ কুড়াল, ২০টি দা, ২টি ওয়াকি-টকি ও চার্জার, ১টি মাইক (মেগাফোন), ৪টি প্যারাশুট ফ্লেয়ার, অস্ত্র নির্মাণে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম ও যন্ত্রপাতি।
আটককৃত ব্যক্তিরা হলো:-চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার তনুয়া গ্রামের ফয়েজ আহমেদের ছেলে কামরুল হাসান রেদওয়ান (৫০), সীতাকুণ্ড উপজেলার সলিমপুর গ্রামের মোঃ মোর্শেদ মিয়ার ছেলে মোঃ আশিক (২৫)
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ফকির ঝুম পাড়া গ্রামের মোঃ নুরুল আলমের ছেলে রুমন (৪৫) ও নোয়াখালি জেলার হাতিয়া উপজেলার দক্ষিণ হাতিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমির ইসলাম (৪০)।
সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস আজিজী বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাসী কার্যক্রম, বেআইনি অস্ত্র তৈরি, সরবরাহ ও পাচারকারি ব্যক্তি বা দলের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এই অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে।










