DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

অবৈধ দখলদার বর্বর ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়ামেনের হুথি

Ellias Hossain
অক্টোবর ৩১, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

অবৈধ দখলদার বর্বর ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়ামেনের হুথি

আন্তর্জাতিক ডেস্কঃ

অবৈধ দখলদার বর্বর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাতে মনুষ্যবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীগোষ্ঠী।

আজ মঙ্গলবার (৩১অক্টোবর) গাজা যুদ্ধের প্রতিশোধে দখলদার অবৈধ ইসরায়েলে এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা।

ইয়েমেনের হুথি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী আব্দেল আজিজ বিন হাবতৌর দখলদার ইসরায়েলে হুথিদের ড্রোন হামলার তথ্য নিশ্চিত করেছে। সূত্র-ফরাসি বার্তা সংস্থা এএফপি।

দখলদার বর্বর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের দক্ষিণের দূরবর্তী শহর ইলাতের আকাশে মনুষ্যবিহীন যানের অনুপ্রবেশ শনাক্ত হয়েছে বলে জানায়। পরে ইলাতের বাসিন্দাদের সতর্ক করে দিতে বিমান হামলার সাইরেন বাজানো হয়।

ইলাত শহরটি জর্ডান এবং মিসরের উভয় দেশের সীমানার কাছে লোহিত সাগরের তীরে অবস্থিত। দখলদার ইসরাইল দ্বারা অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শহরটির দূরত্ব প্রায় ২শ কিলোমিটার।

এর আগে, দখলদার ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যমের খবরে ইলাত শহরের আকাশে একটি ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে বলে জানানো হয়। এতে বলা হয়, এই ড্রোনটির সম্ভাব্য উৎস ইয়েমেন বলে ধারণা করা হচ্ছে। তবে শহরটিতে আঘাত হানার আগেই লোহিত সাগরে সেটি ভূপাতিত করেছে দখলদার
ইসরায়েলি যুদ্ধবিমান।

দখলদার অবৈধ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলা এবং উত্তরাঞ্চলে হিজবুল্লাহর গোলাবর্ষণে বাস্তুচ্যুত দখলদার ইসরায়েলিদের ওই শহরটিতে সরিয়ে নেওয়া হয়েছে। শহরের বাসিন্দারা বলেছেন, তারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন।

দখলদার বর্বর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই ড্রোন হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। গত দুই সপ্তাহ ধরেই দখলদার ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হামাসের সাথে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায়ই হামলার চেষ্টা করেছে হুথিরা। ইতিমধ্যে তাদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দখলদার ইসরায়েল। সূত্র: টাইমস অব ইসরায়েল, এএফপি, আলজাজিরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬