অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর ২২৭৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / ১০২৯ বার পড়া হয়েছে
রিয়াজুল হক সাগর, রংপুর: শুক্রবার বিকেল ৪.০০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৭৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিকের সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান বাবু- এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম -এর প্রাণবন্ত উপস্থাপনায় আসরে কবিতা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, সালমা সেতারা, বিমলেন্দু রায়, সাঈদ সাহেদুল ইসলাম, জাহিদ হোসেন, জোসেফ আখতার, ফকরুল ইসলাম, জাকির আহমেদ, ধ্রুবক রাজ, মাসুম মোর্শেদ, রেজাউল করিম জীবন, গোলাম রব্বানী, আব্দুস সোবহান,তাপস মাহমুদ, মাহমুদ এলাহী মন্ডল, মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, নাহিদা ইয়াসমিন, সরকার বাবলু, শাহিনা সুলতানা, মুরাদুজ্জামান হাবিব প্রমুখ। আসরে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী ফারহান শাহীল লিয়ন। আসরে পঠিত স্বরচিত কবিতাগুলো নিয়ে আলোচনা করেন মাসুম মোর্শেদ। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।

















