শিরোনাম:
অশ্লীল এসএমএস ও ফোনে উত্যক্ত দেয়ায় যুবককে পিটিয়ে পুলিশে দিলেন তরুণী
News Editor
- আপডেট সময় : ০২:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১০৯৭ বার পড়া হয়েছে
মোবাইলে একের পর এক অশ্লীল এসএমএস দিয়েই যাচ্ছিলেন। সঙ্গে ফোন করে উত্যক্ত। এরপর একপ্রকার বাধ্য হয়ে কায়দা করে ওই অভিযুক্ত যুবককে ডেকে বেধড়ক পিটিয়েছেন এক নারী।
জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশের মীরাটের এক নারীকে গত কয়েক দিন ধরেই অভিযুক্ত যুবক উত্যক্ত করতো। অভিযুক্ত যুবক ওই নারীকে অশ্লীল ভিডিও ও ছবি পাঠাত। এছাড়াও ফোনও করত।
দিনের পর দিন জ্বালাতনের শিকার হওয়ার পর ওই নারী অভিযুক্তকে ‘শিক্ষা’ দেওয়ার পরিকল্পনা করেন। এর প্রেক্ষিতে তিনি ওই যুবককে দেখা করার জন্য ডেকে নেন। ওই যুবক দেখা করতে এলে বেধড়ক পেটান ওই নারী। সেইসঙ্গে পুলিশের হাতে তুলে দেন অভিযুক্তকে।
সেসময় ওই নারীর কাছে ক্ষমাও চান অভিযুক্ত যুবক।















