মার্ভেল কমিকসের ক্ল্যাসিক ভিলেন চরিত্র ইলেক্ট্রো। অ্যান্ড্রু গারফিল্ডের ‘অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু’ সিনেমায় এ চরিত্রে ছিলেন জেমি ফক্স। এরপর স্পাইডির পোশাক গায়ে তুলেছেন টম হল্যান্ড। এ পর্যন্ত পাঁচটি সিনেমায় এ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
শোনা যাচ্ছে, জন ওয়াটস পরিচালিত এ সিরিজের পরের পর্বে টমের সঙ্গে লড়াই করবে ইলেক্ট্রো। সেই চরিত্রে আবারও থাকছেন জেমি ফক্স।
আসছে ‘গেন্দা ফুল’ গানটি রতন কাহারের কণ্ঠে নতুন রূপে
সনি পিকচার্স জানিয়েছে, ‘স্পাইডার-ম্যান’ সলো সিরিজের তৃতীয় কিস্তি মুক্তি পাবে ২০২১ সালের ১৭ ডিসেম্বর। তবে করোনার প্রভাবে দিনক্ষণ ঠিক থাকবে কি-না গুঞ্জন রয়েছে।
শিগগিরই আটলান্টায় সিনেমাটির শুটিং শুরু হবে। ধারণা করা হচ্ছে টম হল্যান্ডের পুরোনো সঙ্গী জেনডায়া, মারিসা তোমেই, জ্যাকব বাটালন ও টনি রেভলোরি এ কিস্তিতেও থাকবে।
সেপ্টেম্বরে ফক্সের সঙ্গে চুক্তি হয় মার্ভেলের। কোন সিনেমা করছেন বিস্তারিত না জানালেও হলিউডের মিডিয়াগুলো বলছে, স্পাইডার-ম্যানের পরের কিস্তিতে ইলেক্টো হচ্ছেন জেমি ফক্স।
যদিও গল্পের বিষয়ে স্টুডিও পুরোপুরি নিশ্চুপ, কিন্তু ফক্সের ফিরে আসা নিয়ে অদ্ভুত কিছু তত্ত্ব রয়েছে। যার ধারাবাহিকতা দেখা গেছে টম হল্যান্ডের আগের ছবিতে। যেমন; ‘ফার ফ্রম হোম’-এ জে জোনাহ জেমসন চরিত্রে জে কে সিমনস ফিরে আসা। তাকে এর আগে টবি ম্যাগুয়ের অভিনীত ‘স্পাইডার-ম্যান ট্রিলজি’তে পত্রিকার সম্পাদক হিসেবে দেখা যায়।
২০১৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু’ সিনেমায় ইলেক্ট্রো চরিত্রে অভিনয় করেন জেমি ফক্স। কিন্তু ৭১ কোটি ডলারের কাছাকাছি আয় করেও সফল হয়নি। এরপর নানা ঘটনার পর সনি পিকচার্স থেকে স্পাইডির চরিত্রটি মার্ভেল স্টুডিওতে যায়। ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের মাধ্যমে নতুন স্পাইডার-ম্যান টম হল্যান্ডের অভিষেক হয়।
তবে ছবি প্রত্যাশা পূরণ না করলেও হলিউডে জেমি ফক্সের চাহিদা একদমই কমেনি, বরং বেড়েছে। বর্তমানে নেটফ্লিক্সের সুপারহিরো ড্রামা ‘প্রজেক্ট পাওয়ার’-এ কাজ করছেন। পিক্সারের ‘সৌল’ সিনেমায় তাকে শোনা যাচ্ছে। এ ছাড়া হাতে দারুণ কিছু ছবি রয়েছে।