DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স-নিক্সন

Astha Desk
মে ২৯, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স-নিক্সন

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি বলেছেন, মাদক দ্রব্যের কালো থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদক দ্রব্য সমাজের জন্য একটি হুমকি। মাদকের কালো থাবা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। মাদক নির্মূলে জনপ্রতিনিধি, পুলিশ, সাংবাদিক ও সুধীসমাজের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি আরও বলেন আ’লীগ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটুট এবং মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান ও মাদক কারবারিদের আটককে পুলিশকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ভাঙ্গা উপজেলা একটি শান্তিপ্রিয় উপজেলা। আমার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারে এজন্য পুলিশ প্রশাসনকে এলাকার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় যে কোন ধরনের দাঙ্গা, হামলার সাথে যারা জড়িত বা আইনকে নিজেদের হাতে তুলে নিতে চায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা ও কোন কোন ঘটনার বিপরীতে বাড়িতে ভাংচুর ও লুটপাঁটের ঘটনা সাজিয়ে আসল ঘটনা আড়াল করতে চাওয়ার পক্ষে যারা উস্কানি দেয় তাদেরকে শনাক্ত করার আহ্বান জানান সংসদ সদস্য  মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।

সংসদ সদস্য আজ রোববার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাসিক আইনশৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়্যারম্যান এসএম হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মাওলানা ইছাহাক, ভাঙ্গা থানার ওসি তদন্ত এসএম জুয়েল, বাজার বনিক সমিতির সভাপতি আবু জাফর মুন্সী, মুনসুর আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা।

এর আগে সংসদ সদস্য ভাঙ্গা ক্রিকেট লীগের উদ্বোধন করেন। এসময় ভাঙ্গা ক্রিকেট লীগের পক্ষ থেকে বাহা উদদীন জিতু, সাইফুল ইসলাম সোহাগ ও তানভীর সংবাদ সদস্যকে শুভেচ্ছা প্রদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪