ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেলেন সেনাপ্রধান Logo আইফোন ১৭ সিরিজের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী Logo ওএসডির ছয় মাস পর পরিচালকের দায়িত্ব পেলেন ডা. সাইফুল ইসলাম! Logo সুনামগঞ্জে এনসিপির যুগ্ম-সমন্বয়ক যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী Logo পানছড়িতে হেফাজত ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত Logo শার্শায় ১২ কেজি গাঁজাসহ যুবক আটক Logo ফুলবাড়িয়ায় ৪৩ জনকে চোখের চিকিৎসা করালেন বিএনপি নেতা  Logo পদত্যাগের পর নেপালেই আছেন কেপি শর্মা ওলি Logo কেপি শর্মা ওলির পতনের পেছনে সাবেক রাজা জ্ঞানেন্দ্র হাত! Logo ভারত ও চীনের ওপর শত ভাগ শুল্ক আরোপ করতে ইউরোপকে ট্রাম্পের আহ্বান

আইফোন ১৭ সিরিজের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২৯৫ বার পড়া হয়েছে

আইফোন ১৭ সিরিজের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী

প্রযুক্তি ডেস্কঃ

বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরীর নকশা করা আইফোন ১৭ সিরিজের ফোন টেক জায়ান্ট অ্যাপল গতকাল উন্মোচন করক হয়েছে। তাদের নতুন এবং এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন ‘আইফোন এয়ার’। সম্পূর্ণ টাইটেনিয়াম বডি এবং সামনে-পেছনে সিরামিক শিল্ড গ্লাসে মোড়া এই স্মার্টফোনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও ব্যতিক্রমী নকশা। ফোনটির ২৫৬ জিবি সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার।

এই আইফোনের নকশার প্রধান ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আবিদুর চৌধুরী। জন্ম এবং বেড়ে ওঠা ব্রিটেনে হলেও বর্তমানে তিনি বসবাস করছেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে।

নিজেকে ‘সমস্যা সমাধানকারী’ হিসেবে পরিচয় দেওয়া আবিদুর বিশ্বাস করেন, তিনি এমন পণ্য ডিজাইন করতে চান যা ছাড়া মানুষ চলতে পারে না। তিনি লন্ডনের লাফবারো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তার লিংকডইন প্রোফাইল সূত্রে জানা যায়, অ্যাপলে যোগ দেওয়ার আগে তিনি লন্ডনে কিছুদিন ফ্রিল্যান্স ডিজাইনার হিসেবে কাজ করেন। এরপর ২০১৯ সালের জানুয়ারিতে তিনি অ্যাপলে যোগ দেন এবং গত সাত বছর ধরে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ পণ্যে কাজ করে যাচ্ছেন।

আইফোন এয়ারকে এখন পর্যন্ত সবচেয়ে স্লিম আইফোন হিসেবে ধরা হচ্ছে। এর বিশেষভাবে নকশাকৃত ক্যামেরা প্ল্যাটফর্ম কেবলমাত্র ক্যামেরাই নয়, বরং চিপসেট ও সিস্টেম মডিউলগুলোকে এমনভাবে স্থাপন করেছে, যাতে বাকি স্থান ব্যবহার করা যায় উচ্চ-ঘনত্বের ব্যাটারি বসানোর জন্য।

ফোনটিতে রয়েছে এআই-চালিত ফটোগ্রাফি ও ব্যাটারি অপটিমাইজেশন সফটওয়্যার, যা এর পারফরম্যান্সকে বড় মডেলগুলোর মতোই শক্তিশালী করে তোলে।

আইফোন এয়ারের পাশাপাশি অ্যাপল এবার আরও তিনটি মডেল উন্মোচন করেছে:-আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স।

ছাত্রজীবনেই আবিদুর চৌধুরী বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো থ্রিডি হাবস স্টুডেন্ট গ্র্যান্ট, জেমস ডাইসন ফাউন্ডেশন বার্সারি এবং রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড। ২০১৯ সালের জানুয়ারি থেকে তিনি কুপার্টিনোতে অ্যাপলের শিল্প ডিজাইনার হিসেবে কাজ করছেন এবং নতুন আইফোন এয়ারসহ বিভিন্ন উদ্ভাবনী পণ্য ডিজাইনের সঙ্গে যুক্ত ছিলেন।

ট্যাগস :

আইফোন ১৭ সিরিজের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী

আপডেট সময় : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

আইফোন ১৭ সিরিজের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী

প্রযুক্তি ডেস্কঃ

বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরীর নকশা করা আইফোন ১৭ সিরিজের ফোন টেক জায়ান্ট অ্যাপল গতকাল উন্মোচন করক হয়েছে। তাদের নতুন এবং এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন ‘আইফোন এয়ার’। সম্পূর্ণ টাইটেনিয়াম বডি এবং সামনে-পেছনে সিরামিক শিল্ড গ্লাসে মোড়া এই স্মার্টফোনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও ব্যতিক্রমী নকশা। ফোনটির ২৫৬ জিবি সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার।

এই আইফোনের নকশার প্রধান ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আবিদুর চৌধুরী। জন্ম এবং বেড়ে ওঠা ব্রিটেনে হলেও বর্তমানে তিনি বসবাস করছেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে।

নিজেকে ‘সমস্যা সমাধানকারী’ হিসেবে পরিচয় দেওয়া আবিদুর বিশ্বাস করেন, তিনি এমন পণ্য ডিজাইন করতে চান যা ছাড়া মানুষ চলতে পারে না। তিনি লন্ডনের লাফবারো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তার লিংকডইন প্রোফাইল সূত্রে জানা যায়, অ্যাপলে যোগ দেওয়ার আগে তিনি লন্ডনে কিছুদিন ফ্রিল্যান্স ডিজাইনার হিসেবে কাজ করেন। এরপর ২০১৯ সালের জানুয়ারিতে তিনি অ্যাপলে যোগ দেন এবং গত সাত বছর ধরে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ পণ্যে কাজ করে যাচ্ছেন।

আইফোন এয়ারকে এখন পর্যন্ত সবচেয়ে স্লিম আইফোন হিসেবে ধরা হচ্ছে। এর বিশেষভাবে নকশাকৃত ক্যামেরা প্ল্যাটফর্ম কেবলমাত্র ক্যামেরাই নয়, বরং চিপসেট ও সিস্টেম মডিউলগুলোকে এমনভাবে স্থাপন করেছে, যাতে বাকি স্থান ব্যবহার করা যায় উচ্চ-ঘনত্বের ব্যাটারি বসানোর জন্য।

ফোনটিতে রয়েছে এআই-চালিত ফটোগ্রাফি ও ব্যাটারি অপটিমাইজেশন সফটওয়্যার, যা এর পারফরম্যান্সকে বড় মডেলগুলোর মতোই শক্তিশালী করে তোলে।

আইফোন এয়ারের পাশাপাশি অ্যাপল এবার আরও তিনটি মডেল উন্মোচন করেছে:-আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স।

ছাত্রজীবনেই আবিদুর চৌধুরী বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো থ্রিডি হাবস স্টুডেন্ট গ্র্যান্ট, জেমস ডাইসন ফাউন্ডেশন বার্সারি এবং রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড। ২০১৯ সালের জানুয়ারি থেকে তিনি কুপার্টিনোতে অ্যাপলের শিল্প ডিজাইনার হিসেবে কাজ করছেন এবং নতুন আইফোন এয়ারসহ বিভিন্ন উদ্ভাবনী পণ্য ডিজাইনের সঙ্গে যুক্ত ছিলেন।