আওয়ামীলীগকে বিএনপি-জামায়াত চক্রের বিদেশী জুজুর ভয় দেখিয়ে লাভ নেই
মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, আওয়ামী লীগ সরকার পদ্মাসেতু, কর্নফুলী টার্নেলসহ দেশে ব্যাপক উন্নয়ন করে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পূর্বের যে কোন সময়ের চেয়ে অধিক শক্তিশালী বলেই দেশী-বিদেশি যে কোন ষড়যন্ত্রে আওয়ামী লীগ কখনও ভয় পায়না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বড় শক্তি দেশের জনগন। দেশের জনগন আওয়ামী লীগের পাশে আছে বলে বিএনপি-জামায়াত চক্র উন্নয়নের সরকারকে যতই বিদেশী জুজুর ভয় দেখাক এদেশের জনগণ আওয়ামীলীগের রাজনীতির প্রতি আস্থাশীল বলে কোন ষড়যন্ত্রে কাজ হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে বিধায় সেই চ্যালেঞ্জ মোকাবেলায় নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ যুব মহিলা লীগ গঠনের পর থেকেই দেশের সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছেন এবং ভবিষ্যতেও তাদের সংগ্রামী অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে জানান ফরিদপুর জেলা আওয়ামীলীগের বক্তারা।
বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা শাখার উদ্যোগ ও সংগঠনের আহবায়ক রুখসানা আহমেদ মেহেবীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্যে সকাল সাড়ে দশটায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং স্থানীয় শেখ রাসেল ক্রীড়া চক্র কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা, ও কেককাটার মধ্যে দিয়ে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি মাঈন উদ্দিন মানু, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আলী আজগর মানিক, জেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহবায়ক নাজমুন নাহারসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম বার্ষিকী উপলক্ষে পৃথকভাবে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে যুগ্ম-আহ্বায়ক মেহরীন শেখ অয়নিকার পক্ষ থেকে। এসময় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য একে আজাদ।
যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক মেহরীন শেখ অয়নিকার সভাপতিত্বে ও ৩ নং যুগ্ম-আহবায়ক রাবেয়া আক্তার বৃষ্টি পরিচালিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভী মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এটিএম জামিল তুহিন, কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সামসুদ্দোহা জাহের শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমূখ।