ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সারা দেশে প্রশাসনকে নিজেদের মতো করে সাজাচ্ছে-ফখরুল

Astha DESK
  • আপডেট সময় : ০৯:০২:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / ১০১৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সারা দেশে প্রশাসনকে নিজেদের মতো করে সাজাচ্ছে-ফখরুল

আস্থা ডেস্কঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ‘১৮ সালের মতো ভোট হলে এবার বিএনপিকে কচুকাটা করবে আওয়ামীলীগ। শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে কবর দিয়েছে। যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে এটিই তাদের একটিমাত্র লক্ষ্য। এ জন্য তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছে।
সংবিধান লঙ্ঘন করে তারা সব কিছু দলীয়করণ করেছে। আওয়ামী লীগের অধীনে অতীতের দুটি নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। তারা গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। এখন নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ সারা দেশে ডিসি, এসপি ও প্রশাসনকে নিজেদের মতো করে সাজাচ্ছে, যারা তাদের কথা শুনবে।

আজ বুধবার (১৬আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির জেলা উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সংবিধান অনুযায়ী সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করতে পারবেন না, ন্যায়বিচারের ভিত্তিতে তাদের কাজ করতে হবে। কিন্তু এখনকার ডিসি-এসপিরা আওয়ামী লীগের বাবা, তারা আওয়ামী লীগের হয়ে ভোট চায়, হুমকি দেয়, যা অন্যায়। এই সরকার গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে। বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকায় বিএনপির অনেক সমালোচনা প্রচার করা হলেও আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতাদের দুর্নীতির খবর প্রকাশিত হয় না।

ট্যাগস :

আওয়ামী লীগ সারা দেশে প্রশাসনকে নিজেদের মতো করে সাজাচ্ছে-ফখরুল

আপডেট সময় : ০৯:০২:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

আওয়ামী লীগ সারা দেশে প্রশাসনকে নিজেদের মতো করে সাজাচ্ছে-ফখরুল

আস্থা ডেস্কঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ‘১৮ সালের মতো ভোট হলে এবার বিএনপিকে কচুকাটা করবে আওয়ামীলীগ। শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে কবর দিয়েছে। যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে এটিই তাদের একটিমাত্র লক্ষ্য। এ জন্য তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছে।
সংবিধান লঙ্ঘন করে তারা সব কিছু দলীয়করণ করেছে। আওয়ামী লীগের অধীনে অতীতের দুটি নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। তারা গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। এখন নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ সারা দেশে ডিসি, এসপি ও প্রশাসনকে নিজেদের মতো করে সাজাচ্ছে, যারা তাদের কথা শুনবে।

আজ বুধবার (১৬আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির জেলা উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সংবিধান অনুযায়ী সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করতে পারবেন না, ন্যায়বিচারের ভিত্তিতে তাদের কাজ করতে হবে। কিন্তু এখনকার ডিসি-এসপিরা আওয়ামী লীগের বাবা, তারা আওয়ামী লীগের হয়ে ভোট চায়, হুমকি দেয়, যা অন্যায়। এই সরকার গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে। বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকায় বিএনপির অনেক সমালোচনা প্রচার করা হলেও আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতাদের দুর্নীতির খবর প্রকাশিত হয় না।