আগামী কাল বৃহস্পতিবার নতুন দলের আত্মপ্রকাশ
স্টাফ রিপোর্টারঃ
‘ইনসাফ জিন্দাবাদ’ স্লোগান নিয়ে আগামীকাল
বৃহস্পতিবার ২০ মার্চ/২০২৫ আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন আরেকটি রাজনৈতিক দল। সাবেক সেনা কর্মকর্তা, সাবেক আমলারা এই দল গড়ার উদ্যোগ নিয়েছেন।
দলটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল জানিয়েছেন, দেশের আপামর জনতার জন্য এই দলে যোগ দেওয়ার সুযোগ রয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে, গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়েন শেখ হাসিনা। রাজনীতির মাঠে আসে শত ফুল ফোটার সুযোগ।
নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে এবার আসছে আরেকটি রাজনৈতিক দল। নাম জনতার দল।
দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল জানান, গত ৫৩ বছরের বিতর্কিত রাজনীতিকে পেছনে ফেলে স্বচ্ছ রাজনীতি করতে চান তাঁরা। তিনি বলেন, নির্বাচনের জন্য বিভিন্ন এলাকায় আঞ্চলিক কমিটির মাধ্যমে সৎ-যোগ্য প্রার্থী খুঁজে বের করতে চায় দলটি। তবে ৩শ আসনে প্রার্থী দেওয়াই তাদের মূল লক্ষ্য নয়।
জনতার দলের চেয়ারম্যান আরও বলছেন, নতুন দলে নবীন-প্রবীণের সমন্বয় হবে। প্রধান সমন্বয়ক হবেন সাবেক সেনা কর্মকর্তা ও লেখক ডেল এইচ খান। দেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকজন জনতার দলে যোগ দেবেন বলে জানা গেছে।