DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আগামী বাজেট হবে সব চেয়ে বড় বাজেট

Astha Desk
মে ৩০, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

আগামী বাজেট হবে সব চেয়ে বড় বাজেট

 

স্টাফ রিপোর্টারঃ

আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সাত লাখ কোটি টাকা। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৬ সালে আমাদের বাজেট ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকার। এখন আমাদের ৬ লাখ কোটি টাকার বাজেট। দুদিন পর আমরা ২০২৩-২৪ অর্থবছরের বাজেট দিতে যাচ্ছি। ওই বাজেট আমরা সাত লাখ কোটি টাকায় নিয়ে যাচ্ছি।

তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। ২০৪১ সালের মধ্যে এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমরা স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তুলব।

সরকার প্রধান বলেন, আমাদের প্রতিটি বাহিনী যাতে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে, সেজন্য সব ধরনের সুযোগ-সুবিধা আমরা সৃষ্টি করে দিচ্ছি। ২০০৮ সালের নির্বাচনের পর আজকে ২০২৩ সাল, সর্বত্র একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমান। আমরা শান্তিতে বিশ্বাস করি সংঘাতে নয়। এই শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় আমরা তা করব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮