DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আত্মঘাতী গোলে লিভারপুলের জয়

News Editor
অক্টোবর ২২, ২০২০ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচের পরীক্ষায় উতরে গেছে লিভারপুল। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে আত্মঘাতী এক গোলে। আর এতেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

সিটিজেনদের জয়ের দিনে আত্মঘাতী গোলে আয়াক্সকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করেছে লিভারপুল। ইউরোপ সেরার মঞ্চে ৫৪ বছর পর মুখোমুখি হয় লিভারপুল ও নেদারল্যান্ডসের আয়াক্স। আমস্টারডামে ম্যাচের শুরুতেই দু’দলের লড়াইটা ছিল সমানে সমান। যদিও সাদিও মানে-মোহাম্মদ সালাহ-রবার্তো ফিরমিনোরা ছিল একেবারেই মলিন।

ম্যাচের একপর্যায়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ শানায় আয়াক্স। ১৬ মিনিটে ডিফেন্ডার মার্তিনেসের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৩৪ মিনিটে নিকোলাসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। সাদিও মানের একটি কাট ব্যাক আয়াক্সের রক্ষণভাগের খেলোয়াড় নিকোলাসের পায়ে লেগে গোলরক্ষক ওনানাকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়। আর এটাই আশীর্বাদ হয়ে দাঁড়ায় লিভারপুলের জন্য।

তবে বিরতির পর আর সমতায় ফিরতে পারেনি আয়াক্স। ফলে জয় দিয়ে মিশন শুরু হয় অলরেডদের।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]