আত্মঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্মোচন করলো ইরান
আস্থা ডেস্কঃ
বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, দেশীয় ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, সাঁজোয়া যান, মনুষ্যবিহীন আকাশযান, রাডার সিস্টেমের উন্নত অস্ত্র সরঞ্জাম উন্মোচন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
ইরানের স্থল বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার তেহরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উপস্থিতিতে জাতীয় সেনা দিবস উপলক্ষে সামরিক কুচকাওয়াজে এসকল উন্নত অস্ত্র সরঞ্জাম উন্মোচন করে।
কুচকাওয়াজ চলাকালীন প্রদর্শিত প্রধান অর্জনগুলির মধ্যে ছিল গাইডেড বোমা এবং অত্যাধুনিক নজরদারি সরঞ্জাম বহন করতে সক্ষম মোহাজের-৬ ড্রোন। এটি ইতিমধ্যেই ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধে ব্যবহার করেছে।
ইরানের প্রথম ওয়াইড-বডি মানবহীন যুদ্ধ বিমানের গাড়ি ও কামান ২২ উন্মোচন করা হয়েছে। সেই সাথে আত্মঘাতী ড্রোন আরাশ, কিয়ান এবং কারার উম্মোচন করা হয়েছে। স্থল এবং অফশোর উভয় লঞ্চার থেকে এই ড্রোন উড়তে পারে। খবর প্রেস টিভির।
কামান ২২ এর পরিসীমা প্রায় ৩ হাজার কিলোমিটার (১৯শ মাইল) এবং ৩শ কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে পারে বলে জানা যায়। সূত্র: মেহর নিউজ