DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুড়ালের আঘাতে ব্যবসায়ী খুন

DoinikAstha
মে ২৩, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুড়ালের আঘাতে ব্যবসায়ী খুন

জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো কুড়ালের কোপে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার পান্টি ইউপির পিতম্বর বসি গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত শিপন আলী পান্টি ইউপির পিতম্বর বসি গ্রামের আলতাফ শেখের ছেলে এবং স্থানীয় গোদের বাজারের ডেকোরেটর ব্যবসায়ী। তার এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে।

শিপনের বড় ভাই এরশাদ আলী বলেন, আমার ভাই বাজারের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে সুমনের নেতৃত্বে ১০-১২ জন আমার ভাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। আমরা তাদের বিচার চাই।

শিপনের বাবা আলতাফ বলেন, দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে শিপনকে হত্যা করা হয়েছে। সুমন ও তার লোকজন শিপনকে হত্যা করেছে।

পান্টি ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় কৌশলে শিপনকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারপর গ্রামের একটি সড়কে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সুমনের লোকজন মাসুদের সমর্থক শিপনকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য শিপনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আরো পড়ুন :  আসছে পুষ্পিতা মিত্র'র নতুন গান কান্দিস না

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬