আনোয়ারায় লকডাউনের বিধিনিষেদ অমান্য করায়, জরিমানা
আনোয়ারা প্রতিনিধি: করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের ঘোষিত সাত দিনের লকডাউন বাস্তবায়ন চলছে লকডাউনের তৃতীয় দিন ।অহেতুক ঘোরাঘুরি করায় ১০টি মামলায় সাড়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করাছে উপজেলা প্রশাসন। শনিবার (৩ জুলাই) কঠোর লকডাউনের তৃতীয় দিন। ভোর থেকে দুপুর পর্যন্ত আনোয়ারার উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, ও সাথে ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার । উপজেলার চাতরী চৌমহনী বাজার, জয়কালী হাট, কবিরের দোকান, বটতলী রুস্তম হাট, সেন্টার, বন্দর মহালকান বাজার, মালঘর বাজার কালাবিবির দিঘীর মোড় সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০টি মামলায় সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও শেখ জুবায়ের আহমেদ বলেন, প্রশাসন সার্বক্ষণিক মাঠে নজরদারী রয়েছে। বিনা প্রয়োজনে, অহেতুক এবং স্বাস্থ্যবিধি অমান্য করে আড্ডা দেওয়ার সময় ১০টি মামলায় সাড়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও তাদেরকে সতর্ক করা হয়েছে। লকডাউনের তৃতীয় দিনে মাঠে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।