আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একদল তালেবান সন্ত্রাসীর বিরুদ্ধে হামলা চালিয়েছে আফগান বিমানবাহিনী। এতে তালেবানের ২০ সদস্য নিহত হয়েছে। এছাড়া তালেবানদের স্থানীয় ডেপুটি গভর্নর মৌলভি গাফুরকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।এক বিবৃতিতে হেলমান্দ প্রাদেশিক গভর্নরের প্রেস অফিস এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, হেলমান্দের নওয়া-ই-বারাকযায়ি জেলায় এই হামলা চালানো হয়। ওই হামলায় মৌলভি গাফুরকে জীবন্ত আটক করেছে ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস)।
নেপালের মন্ত্রীসভায় করোনার হানা, আক্রান্ত পর্যটনমন্ত্রী
এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য প্রকাশ করেনি তালেবানরা। এর আগেও, হেলমান্দে আফগান বাহিনী ও তালেবানদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়।একটি বেসামরিক সূত্র বার্তা সংস্থা স্পুটনিককে জানিয়েছে, সহিংসতা বৃদ্ধির মধ্যে হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ শহরে আশ্রয় চেয়েছে নাদ-ই-আলি জেলার বাসিন্দারা।