সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়ল বিপন্ন প্রজাতির এক ঘড়িয়াল। সোমবার সকালে জেলার বেলকুচি উপজেলার বরধুল বিলমহিষা গ্রামের ইসমাইল হোসেনের জালে ঘড়িয়ালটি ধরা পড়ে।
বেলকুচির উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুজাবত আলী জানান, ঘড়িয়ালটি এলাকার একটি পুকুরে রাখা হয়েছে।
খুলনা সিটি মেয়রের গাড়ির সঙ্গে করিমনের সংঘর্ষ
পরিবেশবাদী সংগঠন সেফটি দ্যা বার্ডের পরিচালক মামুন বিশ্বাস জানান, ঘড়িয়ালটি ধরা পড়ার খবর পেয়ে বন বিভাগের লোকজনকে সঙ্গে নিয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাচ্ছি। বিপন্ন প্রজাতির ঘড়িয়ালটি চিড়িয়াখানায় ছাড়ার উদ্যোগ নেয়া হতে পারে।
পরিবেশবাদী সংগঠন সেফটি দ্যা বার্ডের পরিচালক মামুন বিশ্বাস জানান, ঘড়িয়ালটি ধরা পড়ার খবর পেয়ে বন বিভাগের লোকজনকে সঙ্গে নিয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাচ্ছি। বিপন্ন প্রজাতির ঘড়িয়ালটি চিড়িয়াখানায় ছাড়ার উদ্যোগ নেয়া হতে পারে।