ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬

আব্দুর রব মুনা বিশ্বাসের অন্যায় ও অপকর্ম, পর্ব-৩

News Editor
  • আপডেট সময় : ১২:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • / ১১৪৫ বার পড়া হয়েছে

আব্দুর রব মুনা বিশ্বাসের অন্যায় ও অপকর্ম, পর্ব-৩

রাজবাড়ী প্রতিনিধিঃ
পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস একজন সন্ত্রাস। যার সন্ত্রাসী কাজ কর্মের মাধ্যেমেই নিজের অধিপত্ত রক্ষা করে থাকেন।তার সন্ত্রাস বাহিনীর অন্যতম প্রধান চাঁদাবাজি, অস্ত্র ও ইয়াবা সহ পাঁচ মামলার আসামি রবিউল ইসলাম। পিতা মৃত ইসলাম মন্ডল (এসো) মুছিদাহ, পাট্টা, পাংশা।আব্দুর রব মুনা বিশ্বাস একজন শালিসবাজ,চাঁদাবাজ,দূর্নীতিবাজ,সন্ত্রাসবাজ,গরিব অসহায় মিসকিন ও দিন মজুরদের প্রাপ্য চাল ডাল ও ভাতার চরম ও পরম দূর্নীতিবাজ। বয়স্কদের বয়স্ক ভাতার কার্ডে দূর্নীতি, গরীবদের চাউলের কার্ডে দূর্নীতি, শালিসের নামে চাঁদাবাজি, রাস্তা ঘাটের গাছ সরকারি বলে গ্রাম পুলিশ দিয়ে কেঁটে নিজের পকেটে পুড়ে নেয়।আব্দুর রব মুনা বিশ্বাস ২০১৭ সালের প্রথমে জাগির কয়ার রাস্তা সকস্করনের সময় সবার গাছ কেটে নেওয়ার হুকুম দিলেও মসলেম মেম্বার ও তাছেম আলি বিশ্বাসের বড় ছোট সব গাছ আব্দুর রব মুনা বিশ্বাস কেটে নিয়ে যান।শালিসি ব্যবস্তার নামে বিভিন্ন সাধারণ জনগনের কাছ থেকে চাঁদা আদায় করা আব্দুর রব মুনা বিশ্বাসের প্রধাণ কৌশল।

আরও পড়ুন ঃআব্দুর রব মুনা বিশ্বাসের অস্ত্রবাজি ও চাঁদাবাজির অপকর্ম, পর্ব-১

জাগিরকয়া গ্রামের মোঃ মিজান ডঃ পিতা মৃত আলাউদ্দিন ডাক্তার তার কাছ থেকে শালিসি নামে অন্যায় ভাবে ৭০,০০০ টাকা নেয় এবং অনেক জনগনের মাঝে অকথ্য ভাষায় গালি গালাজ করেন।আব্দর রব মুনা বিশ্বাসকে পাট্টা ইউনিয়নের সকল সাধারণ জনগন ভয় পায় কারণ তার আছে বিশাল এক সন্ত্রাস বাহিনি।

 

তার আদরের ছোট ভাই ডাবলু বিশ্বাস, আব্দুর রব মুনা বিশ্বাসের সন্ত্রাসিদের সকল ধরনের অস্ত্রের যোগান দিয়ে থাকেন,যাদেরকে গ্রেপ্তার করলে আব্দুর রব মুনা বিশ্বাসের সন্ত্রাসি অস্ত্র ভান্ডারের সন্ধান মিলবে,আব্দুর রব মুনা বিশ্বাসের ছোট ভাই ডাবলু বিশ্বাস,রবিউল ইসলাম মুছিদাহ পাট্টা,আব্দুল হান্নান খামারডাঙ্গি পাটা। মোঃ হারুন খামারডাঙ্গি পাট্টা।।

আব্দুর রব মুনা বিশ্বাসের অন্যায় ও অপকর্ম, পর্ব-৩

আপডেট সময় : ১২:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০

আব্দুর রব মুনা বিশ্বাসের অন্যায় ও অপকর্ম, পর্ব-৩

রাজবাড়ী প্রতিনিধিঃ
পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস একজন সন্ত্রাস। যার সন্ত্রাসী কাজ কর্মের মাধ্যেমেই নিজের অধিপত্ত রক্ষা করে থাকেন।তার সন্ত্রাস বাহিনীর অন্যতম প্রধান চাঁদাবাজি, অস্ত্র ও ইয়াবা সহ পাঁচ মামলার আসামি রবিউল ইসলাম। পিতা মৃত ইসলাম মন্ডল (এসো) মুছিদাহ, পাট্টা, পাংশা।আব্দুর রব মুনা বিশ্বাস একজন শালিসবাজ,চাঁদাবাজ,দূর্নীতিবাজ,সন্ত্রাসবাজ,গরিব অসহায় মিসকিন ও দিন মজুরদের প্রাপ্য চাল ডাল ও ভাতার চরম ও পরম দূর্নীতিবাজ। বয়স্কদের বয়স্ক ভাতার কার্ডে দূর্নীতি, গরীবদের চাউলের কার্ডে দূর্নীতি, শালিসের নামে চাঁদাবাজি, রাস্তা ঘাটের গাছ সরকারি বলে গ্রাম পুলিশ দিয়ে কেঁটে নিজের পকেটে পুড়ে নেয়।আব্দুর রব মুনা বিশ্বাস ২০১৭ সালের প্রথমে জাগির কয়ার রাস্তা সকস্করনের সময় সবার গাছ কেটে নেওয়ার হুকুম দিলেও মসলেম মেম্বার ও তাছেম আলি বিশ্বাসের বড় ছোট সব গাছ আব্দুর রব মুনা বিশ্বাস কেটে নিয়ে যান।শালিসি ব্যবস্তার নামে বিভিন্ন সাধারণ জনগনের কাছ থেকে চাঁদা আদায় করা আব্দুর রব মুনা বিশ্বাসের প্রধাণ কৌশল।

আরও পড়ুন ঃআব্দুর রব মুনা বিশ্বাসের অস্ত্রবাজি ও চাঁদাবাজির অপকর্ম, পর্ব-১

জাগিরকয়া গ্রামের মোঃ মিজান ডঃ পিতা মৃত আলাউদ্দিন ডাক্তার তার কাছ থেকে শালিসি নামে অন্যায় ভাবে ৭০,০০০ টাকা নেয় এবং অনেক জনগনের মাঝে অকথ্য ভাষায় গালি গালাজ করেন।আব্দর রব মুনা বিশ্বাসকে পাট্টা ইউনিয়নের সকল সাধারণ জনগন ভয় পায় কারণ তার আছে বিশাল এক সন্ত্রাস বাহিনি।

 

তার আদরের ছোট ভাই ডাবলু বিশ্বাস, আব্দুর রব মুনা বিশ্বাসের সন্ত্রাসিদের সকল ধরনের অস্ত্রের যোগান দিয়ে থাকেন,যাদেরকে গ্রেপ্তার করলে আব্দুর রব মুনা বিশ্বাসের সন্ত্রাসি অস্ত্র ভান্ডারের সন্ধান মিলবে,আব্দুর রব মুনা বিশ্বাসের ছোট ভাই ডাবলু বিশ্বাস,রবিউল ইসলাম মুছিদাহ পাট্টা,আব্দুল হান্নান খামারডাঙ্গি পাটা। মোঃ হারুন খামারডাঙ্গি পাট্টা।।