DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৫শে মে ২০২৫
ঢাকারবিবার ২৫শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আব্দুল্লাপুরের বিভিন্ন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ে বি আর টি এ এর মোবাইল কোর্ট পরিচালনা

Doinik Astha
মার্চ ২৭, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঈদযাত্র নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য বৃহস্পতিবার (২৭ মার্চ) বি আর টি এ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এর নেতৃত্বে উত্তরা আব্দুল্লাপুর ও আশেপাশের বিভিন্ন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহনসহ বিভিন্ন আনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় সেবা গ্রীন লাইন ও ইসলাম পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১০০০০/- করে জরিমানা করা হয় এবং কয়েকজন যাত্রীকে অতিরিক্ত গ্রহণকৃত ভাড়া ফেরত প্রদান করা হয়। এছাড়া কোটালিপাড়া পরিবহনকে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় এবং অভি পরিবহনকে টিকেট বিহীন যাত্রী উঠানোর অপরাধে ৫০০০/- করে জরিমানা করা হয়। অভিযানে মোট ৪ মামলায় ৩০০০০/- জরিমানা করা হয়।

এ সময় যাত্রীদের সুবিধা অসুবিধার বিষয়ে আলাপ করা হয় ও কাঊন্টার সমূহকে ভাড়া বেশি না নেওয়া, যথাযথভাবে টিকেট প্রদান ও যানজট সৃষ্টি না করাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সম্মানিত যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষে বি আর টি এ এর মোবাইল কোর্ট এর অভিযান চলমান থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১১:৫৯
  • ১৬:৩৪
  • ১৮:৪২
  • ২০:০৬
  • ৫:১২