DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আমরণ অনশনে অলফুজুর

Astha Desk
জুন ৫, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আমরণ অনশনে অলফুজুর

 

বানিয়াচং প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর পশ্চিম ইউনিয়নের সৈদরটুলা ছানদ থেকে একঘরে হওয়া অলফুজুর রহমান খান এবার আমরণ অনশনে বসে প্রতিবাদ জানিয়েছেন।
আজ সোমবার (৫ জুন) সকাল ১১ টা থেকে বানিয়াচং উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে বসেন।

দুপুর ৩ টায় খবর পেয়ে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহজাহান মিয়া বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের সাথে যোগাযোগ করেন।
পরবর্তীতে অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সাথে যোগাযোগ করেন।

তারা তিনজনে মিলে বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, ওসি (তদন্ত) আবু হানিফ, ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খান, সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বড়বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন,ডিএসবি’র অফিসার সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে সুস্থ ও সঠিক বিচারের মাধ্যমে বিচারের আশ্বাস দিয়ে অনশন ভংগ করিয়েছেন।

এ ব্যাপারে ভুক্তভোগী অলফুজুর রহমান খান জানান,আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ ঘটনার পর থেকে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। স্ত্রীকে চিকিৎসার জন্য শশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা লজ্জায় বাড়িতে আসেনা। আমি কার কাছে বিচার চাইবো।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া বলেন, আমরা প্রত্যেক মানুষ সামাজিক জীব। মানুষ হওয়ার কারণে আমারা সমাজ বহির্ভূতভাবে চলতে পারিনা।
এ বিষয়ে আরও আগেই দায়িত্বশীলদের এগিয়ে আসা উচিত ছিল। আশা করছি ইউএনও মহোদয় এবং ওসি মহোদয় সামাজিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের নিয়ে বিষয়টি সমাধান করে দিবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩৩
  • ৬:২৭