DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আমি গুলি করতে প্রস্তুত: ইউক্রেনের এমপি

DoinikAstha
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে ‌‌‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালনা করছে রুশ সৈন্যরা। হামলা প্রতিরোধে সামরিক বাহিনীর পাশাপাশি হাতে অস্ত্র তুলে নিয়েছেন সাধারণ মানুষও।

ইউক্রেনের সংসদ সদস্য কিরা রুদিক টুইটারে অস্ত্র হাতে নিজের একটি ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন আমি অস্ত্র চালানো শিখি, অস্ত্র বহন করতে শিখি। খুবই অদ্ভুত লাগছে, কয়েকদিন আগেও এটা চিন্তা করতে পারতাম না। পুরুষদের পাশাপাশি নারীরাও ইউক্রেনের সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে লড়াই করবে।

সিএনএনকে কিরা রুদিক বলেন, ‘রুশ সেনাবাহিনী দেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে। আমাদের বসে থাকলে চলবে না। অস্ত্র হাতে তুলে নিয়ে কীভাবে তা চালাতে হয় সেটা শিখতে হবে।’

শনিবার কিরা রুদিক বলেন, ‘রুশ সৈন্যরা সেটাই দখলে নিতে এসেছে যা আদতেই তাদের নয়। আমি অস্ত্র হাতে নিয়েছি এবং অস্ত্র বহন করতে প্রস্তুত; অন্য মানুষকে (রুশ সৈন্যদের) গুলি করতে প্রস্তুত ; কিন্তু এসবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া আমার জন্য এটা খুবই অস্বাভাবিক ও অদ্ভুত ব্যাপার।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮