DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৪ই মে ২০২৫
ঢাকাবুধবার ১৪ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আমীর খসরু ও মির্জা আব্বাসের বাসা ঘিরে রেখেছে পুলিশ

Astha Desk
অক্টোবর ২৯, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

আমীর খসরু ও মির্জা আব্বাসের বাসা ঘিরে রেখেছে পুলিশ

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসা ঘেরাও করে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আজ রোববার (২৯ অক্টোবর) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ বাসা ঘিরে রেখেছে। এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসাও ঘেরাও করে রাখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে এক পর্যায়ে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী। পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পণ্ড হয়ে যায় মহাসমাবেশের কার্যক্রম। মঞ্চ ছাড়ার আগে বিএনপি মহাসচিব রোববার দেশব্যাপী হরতালের ঘোষণা দেন।

অপরদিকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল মারা যান। আহত হন অন্তত ৪০ সদস্য। এছাড়া যুবদলের এক নেতাও মারা যান। আহত হন বিএনপির শতাধিক নেতাকর্মী।

পুলিশ মারা যাওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে। আরও অন্তত পাঁচটি মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এসব মামলায় বিএনপির শীর্ষ নেতাদের আসামি করা হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসায় তল্লাশি চালায় ডিবি, এসময় তাঁকে পায়নি। পরে সামনে অবস্থান নিয়েছে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানায়, আজ সকালে আমির খসরু মাহমুদকে আটকের জন্য তার অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। কিন্তু তল্লাশি করে তাঁকে বাসায় পাওয়া যায়নি। তবে পুলিশ সদস্যরা বাসার সামনেই অবস্থা করছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮