DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২০শে মে ২০২৫
ঢাকামঙ্গলবার ২০শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, যুবকের বিরুদ্ধে মামলা

News Editor
মে ২৩, ২০২২ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, যুবকের বিরুদ্ধে মামলা

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের কচুয়ায় ঝড়ের মধ্যে আম কুড়াতে বের হয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৫)। শনিবার (২১ মে) সকাল ৭ টার দেকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (২২ মে) সকালে ধর্ষণের অভিযোগে মো. আল-আমিন শেখ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। মামলার পর ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে।

অভিযুক্ত মো. আল-আমিন শেখ কচুয়া উপজেলার সোনাকান্দর গ্রামের মৃত গফুর শেখের ছেলে। তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পে মাঠকর্মী হিসেবে কাজ করেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার (২১ মে) সকাল ৭টায় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে ওই কিশোরী আম কুড়াতে প্রতিবেশী আল আমিনের ঘরের পাশ দিয়ে বাইরে যাচ্ছিলেন। তখন আল আমিন মেয়েটির মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করেন।

ভুক্তভোগী মেয়েটির মা বলেন, মেয়ে কাঁদতে কাঁদতে আল আমিনের ঘর থেকে বের হয়। পরে বার বার জিজ্ঞেস করার এক পর্যায়ে মেয়ে আমাকে সব খুলে বলে। আমি এর বিচার চাই।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নির্যাতিতা কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দী গ্রহণ করা হয়েছে। মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তেরে পুলিশ অভিযান শুরু করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৭
  • ২০:০০
  • ৫:১৬