DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গার হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে গরু পালনের অভিযোগ

News Editor
জুলাই ৪, ২০২১ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আলমডাঙ্গার হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে গরু পালনের অভিযোগ

আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে চলছে গরু পালন। গত ১ বছর যাবৎ সরকারি হাসপাতাল প্রাঙ্গণে গরু পালন করছে স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স ড্রাইভার শাহিন। করোনাকালিন সময়ে সাধারণ মানুষ আরো স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলে মন্তব্য করেন এলাকাবাসী। শাহিন দাবি করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে তিনি গরু পালন করছেন।

জানাগেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার শাহিন গত ১০ বছর যাবৎ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এম্বুলেন্সের ড্রাইভার হিসাবে চাকুরিতে কর্মরত আছেন। এরই সুযোগে ২০২০ সাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে খামার তৈরি করে গরু পালন করছে। গরুর খামারের ময়লায় মশাসহ বিভিন্ন ধরণে রোগ ছড়িয়ে পড়ার আশংকা করেন এলাকাবাসী।

যেখানে স্বাস্থ্যগত চিকিৎসা গ্রহণ করে উপজেলার হাজার হাজার মানুষ আর সেখানে কি ভাবে গরু পালন করছে। এ বিষয়ে করোনাকালীন সময়ে মানুষের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে গরু পালনের বিষয়ে উপজেলাবাসী তিব্র নিন্দা জানান। এব্যাপারে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাদি জিয়াউদ্দিন আহমেদ জানান, বর্তমানে গরু কমপ্লেক্সের বাইরে পালন করা হচ্ছে। ড্রাইভার শাহিন তাকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সে গরু গুলো সরিয়ে নিবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬