শিরোনাম:
আল-আকসায় ইহুদি নববর্ষ উদযাপন
News Editor
- আপডেট সময় : ১২:৫৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
- / ১০৬২ বার পড়া হয়েছে
রোববার জেরুজালেমের মূল স্থাপনা আল-আকসায় ইসরায়েলি নিরাপত্তা প্রদানকারী পুলিশের ৭৬ জন দখলদার আল আকসা চত্বরে প্রবেশ করে ইহুদি নববর্ষ উদযাপন করেছে বলে জানা গেছে।
জেরুজালেম ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুনঃ মুম্বাইয়ে ভবন ধসে ভেতরে আটকা ২৫, নিহত ১০
ইহুদিদের নতুন বছর রোশ হাশানাহ উদযাপন করছে ইসরায়েলিরা। রোববার থেকে শুরু হওয়া এই উদযাপন আগামী বৃহস্পতিবার চলবে বলে জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদলূ।
উল্লেখ্য, রোশ হাশানাহ উদযাপনের লক্ষ্যে আল আকসা চত্বরে সমবেত হওয়ার জন্য গত কয়েকদিন ধরেই ডানপন্থী ইহুদিরা তাদের সমর্থকদের আহ্বান জানিয়েছে আসছে।
























