আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি: আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির অনুষ্ঠিত হয়।
শুক্রবার(২৭ আগস্ট) সকালে উপজেলার চাতরী ইউনিয়নের মুহাম্মদ আলী জামে মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক উপ-সম্পাদক ইকবাল হোসেন মোরশেদ খান গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ,আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মুহাম্মদ শেখ আব্দুল্লাহ পরিচালনায় বৃক্ষ কর্মসূচি অনুষ্টিত হয় ।
এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ আলী জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ ইউছুপ, আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ আবুল মনছুর, মোহাম্মদ সোহেল, মুহাম্মদ আবদুর রহিম, এম আখতার হোসেন, পরিচালনা পরিষদের সদস্য আরমান টিটু, সংগঠনের সি.সহ- সভাপতি শিপন চৌধুরী , সহ- সভাপতি এন এম জুনাইদ, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দীন জুয়েল , সহ- অর্থ- সম্পাদক মোহাম্মদ শফি আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবুল ফয়েজ , ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।
পরিবেশ সুরক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে শেখ আবদুল্লাহ বলেন, “বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু।“করোনাভাইরাসে আক্রান্তদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন, যার মূল উৎস হচ্ছে বৃক্ষ।
মানুষের অস্তিত্ব রক্ষা ও সুস্থ থাকার জন্য বৃক্ষায়নের বিকল্প নাই।” “বৃক্ষায়ন, সবুজায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও অকৃত্রিম খাদ্য উৎপাদনের জন্য বৃক্ষ রোপণ ও পরিচর্যা করতে সকলের প্রতি আহ্বান থাকবে।”