সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সদ্য প্রয়াত আল্লামা আহমদ শফীকে নিয়ে কটুক্তির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সকাল ১০টায় নারায়নগঞ্জের ফতুল্লা থানার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম আলাউদ্দিন জিহাদী।
আরও পড়ুনঃ আওয়ামী লীগের শুদ্ধি অভিযান, চ্যালেঞ্জের মুখে প্রভাবশালীরা
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আলাউদ্দিন জিহাদীকে মাহমুদপুরের তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে প্রেরণ করা হবে।
আল্লামা শফীকে নিয়ে ফেইসবুক পেইজে কটুক্তিসহ অসঙ্গতিপূর্ণ মন্তব্য করায় আলাউদ্দিন জিহাদী বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।