আ.লীগের কাছে ৭ তথ্য জানতে চায়েছে পুলিশ
স্টাফ রিপোর্টারঃ
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। চিঠির জবাবে
সংগঠনটিকে রাস্তা বাদ দিয়ে যে কোনো খোলা মাঠে সমাবেশ করার জন্য বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নিজ কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির যুগ্ম-কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।
তিনি বলেন, বুধবার (২৫ অক্টোবর) পল্টন থানার ওসি মোঃ সালাহউদ্দিন মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে আওয়ামী লীগকে এ তথ্য জানানো হয়।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামী ২৮ অক্টোবর আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশের বিকল্প আরও দুটি ভেন্যু চেয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে চিঠি দিয়েছে ডিএমপি। সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগকে দেওয়া চিঠিতে জানতে চাওয়া হয়েছেঃ-সমাবেশে লোকসমাগম কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে? কী পরিমাণ লোকসমাগম হবে? জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট সামনে থেকে ঠিক কোন কোন স্থান পর্যন্ত বিস্তৃত হবে?
বক্তব্য প্রচারে কোন কোন স্থানে মাইক স্থাপন করা হবে? অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন কিনা?অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে কিনা? হলে তার সংখ্যা কত? জননিরাপত্তার কারণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেয়া না হলে বিকল্প আরও দুটি ভেন্যুর নাম দেয়ার প্রস্তাব করা হলো।