DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ নেতা পিটিয়ে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ

DoinikAstha
মার্চ ২৫, ২০২১ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ভ্যানযোগে লাশ নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুন এমপির বাস ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। পরে সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন শুরু করে।

প্রতিবাদ সভায় এমপি সেলুন বলেন, প্রশাসন সক্রিয় নয়। আগামী শনিবার পর্যন্ত প্রশাসন যদি আসামিদের গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে পরদিন রোববার অর্ধদিবস হরতাল দেওয়া হবে।

এদিকে, বুধবার (২৪ মার্চ) রাতে ১১ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।  বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্ত শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, চুয়াডাঙ্গায় বালু উত্তোলনকে কেন্দ্র করে জাহাঙ্গীর মল্লিক (৩৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। বুধবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জাহাঙ্গীর মল্লিক সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুকুর আলী।

নিহত জাহাঙ্গীর মল্লিক তিতুদহ ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের আমজেদ মল্লিকের ছেলে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০