ইউআইটিএস-এ দিনব্যাপী সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজিত।
মোঃ হানিফ বিন রফিক/ক্যাম্পাস প্রতিনিধিঃ
দেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ দিনব্যাপী জাঁকজমক পূর্ণভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর/২৩) ইউআইটিএস ক্যাম্পাসে ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব-ইউসেক ও বিভাগীয় সকল শিক্ষকমণ্ডলীর সার্বিক সহযোগিতায় ভিন্নধর্মী এই কার্যক্রম আয়োজিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে সেমিনার, গেইম শো, র্যাফেল ড্র, শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনপ্রিয় ব্যান্ড “সুপ্রকাশ এন্ড ফ্রেন্ডস” এর সংগীত পরিবেশিত হয়।
দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়য়ের পিএচপি স্কয়ারে উদ্বোধনী সভা আয়োজিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও পিএচপি পরিবার এর প্রতিষ্ঠাতা একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মো: মিজানুর রহমান৷ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভুঁইয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার মোঃ কামরুল হাসান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আয়শা আক্তার, ছাত্রকল্যাণ উপদেষ্টা মোঃ তারিকুল ইসলাম, ডিটিসিএ-এর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই এবং সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন আহমেদ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী সভা সঞ্চালনা করেন ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান শিক্ষার্থী এবং ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব-এর সভাপতি মমিনুল হক রাকিব এবং প্রাক্তন শিক্ষার্থী শাকিল ইসলাম সুমন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও পিএচপি পরিবার এর প্রতিষ্ঠাতা একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, “ইউআইটিএস শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়। এটি একটি পরিবার। আপনারা সবাই এই পরিবারের সদস্য। আপনারা ভালো সিভিল ইঞ্জিনিয়ার ও ভালো মানুষ হয়ে দেশের সেবায় নিজেদের বিলিয়ে দিবেন সেই প্রত্যাশা আমার”।
এ সময় তিনি প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে দিনব্যাপী পুণর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আয়শা আক্তার স্বাগতে বক্তব্যে এই অনুষ্ঠান বাস্তবায়নে প্রাক্তন শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ বরাবরই সৃষ্টিশীল ও মেধাবীদের মিলনমেলা। আমাদের শিক্ষার্থীদের মেধা বিকশিত করতেই আমরা এধরণের ভিন্নধর্মী আয়োজন করে থাকি”।
ছাত্রকল্যাণ উপদেষ্টা মোঃ তারিকুল ইসলাম বলেন, “প্রাক্তন শিক্ষার্থীদের এধরণের প্রোগ্রাম বিভাগ, বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একধরনের সেতুবন্ধরূপে কাজ করে। এধরণের প্রোগ্রাম আরও নিয়মিত আয়োজন করা উচিত”।
অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে বেশ আনন্দিত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। তিনি বলেন, “আজকের এই অনুষ্ঠান আমাকে আমার বিশ্ববিদ্যালয় জীবনের কথা মনে করিয়ে দিচ্ছে৷ ইউআইটিএস আপনাদের ক্যাম্পাস। সুতরাং, এই ক্যাম্পাসে নিয়মিত আসবেন এবং এধরণের প্রোগ্রাম এর ধারা অব্যাহত রাখবেন”।
অনুষ্ঠানে বিশেষ অতিথীর বক্তব্যে ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভুঁইয়া বলেন, “আমি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাই এধরণের ব্যতিক্রমধর্মী আয়জনের জন্য। শিক্ষার্থীরা নিজেদের কর্মজীবনে গিয়েও এখনও বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসার জায়গা থেকে এই আয়োজন করেছে, যা সত্যিই প্রশংসার দাবীদার”।
পরবর্তীতে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল প্রাক্তন শিক্ষার্থী নিজেদের নাম, ব্যাচ এবং বর্তমান কর্মস্থল সম্পর্কে সবাইকে অবহিত করেন৷
মধ্যাহ্নভোজ এর বিরতির পর শুরু হয় গেইম শো। প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পিএচপি স্কয়ারে ক্যারাম, টেনিস সহ বিভিন্ন গেইম এ অংশগ্রহণ করেন৷ এবং বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।
দিনের শেষভাগে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানে দলীয় নাচের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। নাচ, গান, কবিতা আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন শিক্ষার্থীরা।
এসময় প্রাক্তন শিক্ষার্থীদের জন্য র্যাফেল ড্র আয়োজন করা হয় বিভাগের পক্ষ থেকে৷ র্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ছাত্রকল্যাণ উপদেষ্টা মোঃ তারিকুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সুব্রত রায় এবং প্রভাষক রিজভান আহমেদ রাফসান।
শিক্ষার্থীদের পরিবেশনার পর ঐতিহাসিক সব গানে মাতিয়ে তুলেন ব্যান্ড দল “সুপ্রকাশ এন্ড ফ্রেন্ডস”।