রেজওয়ান উল্লাহ,সাতক্ষীরাঃ সাতক্ষীরার আশাশুনিতে মরিচ্চাপ নদীর ব্রিজ ভেঙে গেছে। ব্রিজ ভেঙে ঝুলছে ইট বোঝাই ট্রাক। সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তবে এতে কেউ হতাহত হয়নি। বর্তমানে আশাশুনির সাথে জেলা শহরের সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম জানান, মরিচ্চাপ নদীর উপর ব্রিজটি দীর্ঘিদিন ধরে জীর্ণশীর্ণ অবস্থা।
পটি মেরে চলছিল কোন রকমে। ব্রিজের দুই পাশে প্রশাসনের পক্ষ থেকে সাইন বোর্ডে সতর্ক করা হয়েছিল।
সতর্কীকরণ নোটিশে বলা হয়েছিল ৫টনের বেশি ভারি যানবাহন ব্রিজের উপর দিয়ে চলতে পারবে না।
কিন্তু স্থানীয় শ্রীকলস এলাকার ইটভাটা মালিক আব্দুস সামাদ নির্দেশনা না মেনে ৬হাজার ইট বোঝাই ট্রাক নিয়ে ব্রিজের উপর ওঠে।ব্রিজটি লোড সহ্য করতে না পেরে ভেঙে পড়েছে।
ফলে জেলা শহরের সাথে সড়ক পথে যাতায়াত একেবারে বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।