DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ইমরান খানের আটক ‘’বেআইনি’’ দ্রুত মুক্তির নির্দেশ

Astha Desk
মে ১১, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

ইমরান খানের আটক ‘’বেআইনি’’ দ্রুত মুক্তির নির্দেশ

 

আস্থা ডেস্কঃ

ইমরান খানের আটক “বেআইনি”, দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা-কর্মীরা স্বস্তি ফিরে এসেছে।

 

এর আগে বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। তবে তাকে প্রায় ১ ঘণ্টা পর ৫টা ৪০ মিনিটে ১৫ গাড়ি বিশিষ্ট বিশাল কনভয়ে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

আজ বৃহস্পতিবার (১১ মে) পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে সর্বোচ্চ আদালতে হাজির করা হলে আদালত এ রায় দেন। পাকিস্তানে বিক্ষোভ-সহিংসতায় নিহত ১০, আহত ৬৮১ জন, শতশত বিক্ষোভকারী আটক।

 

ইসলামাবাদ হাইকোর্টের প্রাঙ্গণ থেকে পিটিআই চেয়ারম্যানের আটক হওয়াকে দেশের বিচারিক প্রতিষ্ঠানের জন্য একটি বড় অসম্মান বলে মন্তব্য করেন দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। এর পর পরই ইমরানকে আদালতে হাজির করার নির্দেশ আসে। শুনানি শুরু হলে, পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) ইমরান খানকে বলেন, ‘আপনাকে দেখে ভালো লাগল।’

 

ইমরান খানের আটককে চ্যালেঞ্জ করে পিটিআইয়ের করা আবেদনের শুনানির সময় তিন সদস্যের বেঞ্চের নেতৃত্বে প্রধান বিচারপতি এই মন্তব্য করেন। বেঞ্চে আরও ছিলো বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি মোহাম্মদ আলী মাজহার।

আগামীকাল (শুক্রবার ১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে মামলার শুনানি হবে উল্লেখ করে ইমরান খানের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘হাইকোর্ট যা সিদ্ধান্ত দেবে আপনাকে মেনে নিতে হবে। সূত্র-জিও নিউজ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০