ইরাকের কুর্দি অঞ্চলে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
আস্থা ডেস্কঃ
ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের রাজধানী ইরবিলে নিক্ষেপ করা হয়েছে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হামলায় কোনও হতহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকারে করেনি। রবিবার এ হামলার ঘটনা ঘটে। সূত্র-আল জাজিরা।
আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সন্ত্রাসবিরোধী বাহিনীর বরাতে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরাকের বাইরে থেকে ১২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ইরবিলের আন্তর্জাতিক বিমানবন্দর কমপ্লেক্সে থাকা মার্কিন বাহিনী অতীতে রকেট এবং ড্রোন হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় ইরান সমর্থিত সমস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে যুক্তরাষ্ট্র। তবে গত কয়েক মাস ধরে হামলার ঘটনা অনেকটাই কমে এসেছে। এর আগে ২০২০ সালে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।