ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল Logo পানছড়িতে শিক্ষার্থীর হাতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের অনুদান তুলে দিলো স্বেচ্ছা সেবক দল Logo পানছড়িতে অসহায়, গরীব ও দুস্থের মাঝে ৩ বিজিবির মানবিক সহায়তা বিতরণ Logo সীমান্ত কার্যক্রম নিয়ে প্রেস বিফ্রিং করেছে পানছড়ি বিজিবি Logo শেখ হাসিনার প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা আজ Logo মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল টেকনাফ Logo গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার Logo মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ Logo পাহাড় থেকেই তৈরি হবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব: সাদিক কায়েম

ইরানি বন্ধুরা যা চায় তাই করবো-দিমিত্রি পেসকভ

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / ১১৬১ বার পড়া হয়েছে

ইরানি বন্ধুরা যা চায় তাই করবো-দিমিত্রি পেসকভ

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া সফরে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের হামলার মধ্যেই গতকাল ইরানের তিন পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়া যান আব্বাস।

রাশিয়া কীভাবে ইরানের পাশে দাঁড়াতে পারে, সে সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

আজ সোমবার রাশিয়ার বার্তাসংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইরানকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে, তবে সেটি নির্ভর করবে তেহরান কী সাহায্য চায় তার ওপর।

পেসকভ বলেন, ‘ইরানের কী প্রয়োজন তার ওপর নির্ভর করবে। আমরা মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছি। সুনির্দিষ্টভাবে আমরা আমাদের অবস্থান জানিয়েছি, যা ইরানের পক্ষে সমর্থনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। ভবিষ্যতে, সবকিছুই নির্ভর করবে এ মুহূর্তে ইরানের কী প্রয়োজন তার ওপর।’

আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে মস্কো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ইরানকে অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত কি না, জানতে চাইলে পেসকভ পুনর্ব্যক্ত করেন, ‘সবকিছুই ইরান কী বলে, আমাদের ইরানি বন্ধুরা কী বলে, তার ওপর নির্ভর করে।’

‘আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করছেন। তারা এই ভয়াবহ অবস্থার বিষয়ে মতবিনিময় করবেন। প্রকৃতপক্ষে, ইরানের পক্ষ থেকে তাদের প্রস্তাব এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি আমাদের জানাবে,’ যোগ করেন তিনি।

গত ১৩ জুন ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা নিহত হন।

পরদিন থেকে ইসরায়েলে পাল্টা-হামলা শুরু করে ইরান। দুই পক্ষের হামলা-পাল্টা হামলার মধ্যে রোববার ভোরে ইরানের তিন পরমাণু স্থাপনায় বিমান হামলা করে যুক্তরাষ্ট্র।

এরপরই তুরস্কে ওআইসি সম্মেলন থেকে গতকাল রোববার রশিয়া যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে আব্বাস বলেন, ‘রাশিয়া ও ইরান ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে। গত কয়েক বছর ধরে এ সম্পর্ক কৌশলগত প্রকৃতির হয়ে উঠেছে।’

তিনি পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন।

আব্বাস আরাকচি বলেন, ‘রাশিয়া সবসময় বেসামরিক পারমাণবিক বিষয়ে ইরানের অংশীদার এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ইতিবাচক ভূমিকা পালন করেছে।’

কোনো ধরনের ‘প্ররোচনা’ ছাড়াই ইরানে হামলা চালানোর ঘটনাকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে স্বাগত জানিয়ে রুশ প্রেসিডেন্ট চলমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ক্রেমলিন ইরানের জনগণকে সহায়তা করার চেষ্টা করছে।

ক্রেমলিন মুখপাত্র পেসকভের বরাতে রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্তিপূর্ণ পথে সমাধানের সম্ভাবনা’ নিয়ে আলোচনা করেছেন। সূত্র-গণমাধ্যম আরটির।

ট্যাগস :

ইরানি বন্ধুরা যা চায় তাই করবো-দিমিত্রি পেসকভ

আপডেট সময় : ১১:৫৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

ইরানি বন্ধুরা যা চায় তাই করবো-দিমিত্রি পেসকভ

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া সফরে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের হামলার মধ্যেই গতকাল ইরানের তিন পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়া যান আব্বাস।

রাশিয়া কীভাবে ইরানের পাশে দাঁড়াতে পারে, সে সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

আজ সোমবার রাশিয়ার বার্তাসংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইরানকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে, তবে সেটি নির্ভর করবে তেহরান কী সাহায্য চায় তার ওপর।

পেসকভ বলেন, ‘ইরানের কী প্রয়োজন তার ওপর নির্ভর করবে। আমরা মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছি। সুনির্দিষ্টভাবে আমরা আমাদের অবস্থান জানিয়েছি, যা ইরানের পক্ষে সমর্থনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। ভবিষ্যতে, সবকিছুই নির্ভর করবে এ মুহূর্তে ইরানের কী প্রয়োজন তার ওপর।’

আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে মস্কো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ইরানকে অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত কি না, জানতে চাইলে পেসকভ পুনর্ব্যক্ত করেন, ‘সবকিছুই ইরান কী বলে, আমাদের ইরানি বন্ধুরা কী বলে, তার ওপর নির্ভর করে।’

‘আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করছেন। তারা এই ভয়াবহ অবস্থার বিষয়ে মতবিনিময় করবেন। প্রকৃতপক্ষে, ইরানের পক্ষ থেকে তাদের প্রস্তাব এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি আমাদের জানাবে,’ যোগ করেন তিনি।

গত ১৩ জুন ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা নিহত হন।

পরদিন থেকে ইসরায়েলে পাল্টা-হামলা শুরু করে ইরান। দুই পক্ষের হামলা-পাল্টা হামলার মধ্যে রোববার ভোরে ইরানের তিন পরমাণু স্থাপনায় বিমান হামলা করে যুক্তরাষ্ট্র।

এরপরই তুরস্কে ওআইসি সম্মেলন থেকে গতকাল রোববার রশিয়া যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে আব্বাস বলেন, ‘রাশিয়া ও ইরান ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে। গত কয়েক বছর ধরে এ সম্পর্ক কৌশলগত প্রকৃতির হয়ে উঠেছে।’

তিনি পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন।

আব্বাস আরাকচি বলেন, ‘রাশিয়া সবসময় বেসামরিক পারমাণবিক বিষয়ে ইরানের অংশীদার এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ইতিবাচক ভূমিকা পালন করেছে।’

কোনো ধরনের ‘প্ররোচনা’ ছাড়াই ইরানে হামলা চালানোর ঘটনাকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে স্বাগত জানিয়ে রুশ প্রেসিডেন্ট চলমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ক্রেমলিন ইরানের জনগণকে সহায়তা করার চেষ্টা করছে।

ক্রেমলিন মুখপাত্র পেসকভের বরাতে রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্তিপূর্ণ পথে সমাধানের সম্ভাবনা’ নিয়ে আলোচনা করেছেন। সূত্র-গণমাধ্যম আরটির।