ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ সমাবেশ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
ফিলিস্তিনের অসহায়, নিরীহ মানুষের উপর দখলদার বর্বর ইসরাইলের হামলার প্রতিবাদে ও হামলা বন্ধের দাবীতে খাগড়াছড়ি জেলা পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল/২৫) সকাল ১০টায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ হতে পানছড়ির সর্বস্তরের জনগনের উপস্থিতিতে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা দলিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র পানছড়ি কমিটির সহ-সভাপতি মোঃ নুরুল কায়েস শিমুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পানছড়ি কমিটির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান,
বক্তরা ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন এবং বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বক্তারা বলেন, “ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর ইসরাইলের আক্রমণ নিঃসন্দেহে মানবাধিকারের লঙ্ঘন এবং এটি বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি করেছে।”
বক্তারা আরও বলেন, ইসরাইলের পণ্য বর্জন এবং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার দাবি জানিয়ে বলেন, “বিশ্ববাসী যদি ইসরাইলের অব্যাহত বর্বরতা থামাতে না পারে, তবে আমাদের প্রতিবাদ আরও তীব্র হবে।”
এসময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সোলিডারিটি শোক প্রস্তাব পাশ করেন এবং মানবাধিকার রক্ষায় সকলের সোচ্চার হওয়ার আহ্বান জানান।