ইসরাইলে হামলার প্রতিশোধে ২৬ বার ছুরিকাঘাতে ছয় বছরের ফিলিস্তিনিকে
হত্যা
আন্তর্জাতিক ডেস্কঃ
ইসরায়েলে হামাসের আক্রমণের ক্ষোভ থেকে
যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের উইল কাউন্টিতে
ছয় বছরের ফিলিস্তিনি এক শিশুকে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গত শনিবার (১৪ অক্টোবর) শিকাগো থেকে প্রায় ৪০ মাইল দূরে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে ৩২ বছর বয়সী নারী। সূত্র-বিবিসি ও এনডিটিভি ওয়ার্ল্ড।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি ওই শিশু ও এক নারীকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে তাঁদেরই বাড়িওয়ালা। তাঁকে গতকাল রোববার আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হামলায় আহত ৩২ বছর বয়সী নারী শিশুটির মা।
ইলিনয়ের উইল কাউন্টি শেরিফ কার্যালয় আটক ৭১ বছর বয়সী জুসেফ এর উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে মুসলিম বিদ্বেষে তাঁদের ওপর হামলা চালান। শিকাগোর কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) শিশুটিকে ‘ফিলিস্তিনি-আমেরিকান’ হিসেবে পরিচয় দিয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মাথায় আঘাতসহ জুবাকে বাড়ির পাশে রাস্তায় বসে থাকতে দেখে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বিদ্বেষের অপরাধে দুটি মামলা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দুজনেরই বুকে ও শরীরের উপরিভাগে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের সময় শিশুটির পেট থেকে সামরিক ধাঁচে তৈরি সাত ইঞ্চি ব্লেডের ছুরি বের করা হয়।
আহত মহিলা বলেন, খুনি দরজায় কড়া নাড়েন এবং তাঁর শ্বাস রোধ করার চেষ্টা করেন এবং বলেন তোমাদের মুসলিমদের অবশ্যই মরতে হবে।