ইসরায়েলি দখলদারদের গুলিতে তরুণীসহ ৩ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ
ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে তরুণীসহ ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন। নিহতদের মধ্যে রয়েছেন একজন তরুণী ও দুই জন যুবক।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে বলেন, দুটি ভিন্ন ঘটনায় এসব ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। সূত্র-আল জাজিরা।
মন্ত্রণালয় জানিয়েছে, আম্মার শফিক আবু আফিফা বেত ফাজার শহরের কাছে ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। সূত্র-আল জাজিরা।
ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সূত্র-এএফপি।
আফিফা অধিকৃত পশ্চিম তীরের হেবরনের উত্তরে আল-আরুব শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন।
এছাড়া উত্তর পশ্চিম তীরে গ্রেপ্তার অভিযানের সময় গুলি করে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সীমান্ত পুলিশ। সূত্র-ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
ইসরায়েলি সীমান্ত পুলিশের দাবি, জেনিন শরণার্থী শিবিরে সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে প্রবেশ করে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্যে গুলি চালানো হয়। এর জবাবে পাল্টা গুলি চালায় ইসরায়েলি বাহিনী। সূত্র-এএফপি।