পবিত্র ঈদুল আজহা ৭ জুন অনুষ্ঠিত হবে— এই হিসাব ধরে ঈদযাত্রার শেষ দিনের (৬ জুন) ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে আজ।
মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ঈদে ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। এসব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। টিকিট সংগ্রহ করা যাবে ‘রেলসেবা’ অ্যাপ ও রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে।
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে সাত দিনের যাত্রার টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২১ মে বিক্রি হয় ৩১ মে’র টিকিট, ২২ মে বিক্রি হয় ১ জুনের টিকিট, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের, ২৫ মে ৪ জুনের এবং ২৬ মে বিক্রি হয় ৫ জুনের টিকিট।