ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০২:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৭৮২ বার পড়া হয়েছে
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে খাগড়াছড়িতে
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুছ উপলক্ষ্যে খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত খাগড়াছড়ি জেলা কমিটি।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আহলে সুন্নাত ওয়াল জামাআত এর নেতৃবৃন্দ জেলায় গণমাধ্যম কর্মীদের সাথে এ মতবিনিময় সভা করেন।
আহলে সুন্নাত ওয়াল জামাআত এর খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মাওলানা আবু তাহের আনসারী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখা কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব রাজা, সহ-সভাপতি মাওলানা সালাউদ্দিন আল কাদেরী, সাধারণ সম্পাদক সাহেদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদারসহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ।
সভায় বক্তারা, আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর গুরুত্ব আলোকপাত করেন। এবং আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) খাগড়াছড়িতে অনুষ্ঠিত আহলে সুন্নাত ওয়াল জামাআত সকলের উপস্থিতি কামনা করেন।