DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ঈদ সামনে রেখে গাইবান্ধা পুলিশের বিশেষ পথসভা

Astha Desk
এপ্রিল ৪, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঈদ সামনে রেখে গাইবান্ধা পুলিশের বিশেষ পথসভা

 

ওমর ফারুক রনি/গাইবান্ধা প্রতিনিধিঃ

 

ট্রাফিক আইন মেনে চলি,সড়ক দূর্ঘটনা রোধ করি “ প্রতিপাদ্য কে সামনে রেখে ঈদুল ফিতরে ঘরমুখী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য গাইবান্ধা জেলা পুলিশ কর্তৃক মাসব্যাপী পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন ও বিশেষ পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২ টায় গাইবান্ধা বাসর্টামিনালের সামনে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজন এই পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন পথসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আখতার, জেলা পুলিশের (বি-সার্কেল) মোঃ ইলিয়াস জিকু, বিআরটিএ সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম, ট্রাফিক পুলিশ অফিসার টিআই এডমিন নুর আলম, মোটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল,সাধারণ সম্পাদক এস এম নাজিমুল আমিন নান্নু, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলমসহ অন্যান্যরা।

 

প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা পুলিশ সুপার বলেন, ট্রাফিক পুলিশের যারা কাজ করেন তারা জনস্বার্থে জন্য রোদ বৃষ্টি ঝড়ে কাজ করে যাচ্ছেন। এছাড়া ঈদুল ফিতরের ঘরমুখী মানুষের যাতে কোনরকম ভোগান্তি না হয় সেজন্য ট্রাফিক পুলিশ আপ্রাণ কাজ করে যাচ্ছে।এমনকি আমরা সবার সহযোগিতায় ট্রাফিক বিভাগকে একটি মডেল রুপে রুপান্তর করার চেষ্টা করছি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮