ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

ঈশ্বরগঞ্জের পুকুরে বিষকাণ্ড: মূল অভিযুক্ত ফারুক আটক

Astha DESK
  • আপডেট সময় : ১০:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২৬০ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জের পুকুরে বিষকাণ্ড: মূল অভিযুক্ত ফারুক আটক

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সুন্দাইলপাড়ায় মাছের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতির ঘটনায় নতুন অগ্রগতি হয়েছে। গ্রামবাসীর হাতে আটক হওয়া শাহীনকে জিজ্ঞাসাবাদের পর এবার পুলিশ মূল প্ররোচক হিসেবে অভিযুক্ত ফারুককে (৩৮), পিতা আক্কাস, গ্রেপ্তার করার চেষ্টা অব্যহত রাখছে।

স্থানীয় সূত্র জানায়, আটক শাহীন প্রথমে স্বীকার করে যে, সে সরাসরি পুকুরে বিষ ঢেলেছে। তার দাবি, শত্রুতার জেরে ফারুক তাকে এ কাজে প্ররোচিত করে এবং বিষ কিনে দেয়। প্রাথমিকভাবে ফারুক অভিযোগ অস্বীকার করলেও পুলিশি অনুসন্ধান ও স্থানীয়দের সাক্ষ্যে তার সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাকে গত রাতে অভিযান চালিয়ে আটক করে পুলিশ।

ছড়িয়ে পড়া ভিডিওতে ইউনিয়ন পরিষদ সদস্য সুরুজ বাঙ্গালির জিজ্ঞাসাবাদ থেকে জানা যায়, “দুই আসামিকে হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নাজমুলের অভিযোগের মামলা রজু হওয়া শুরু হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

ক্ষতিগ্রস্ত কৃষক নাজমুল বলেন, “আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমার পরিবার এখন চরম অনিশ্চয়তায়। আমি চাই অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।”

অন্যদিকে, এলাকাবাসীও ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার দাবী জানাচ্ছেন। ইউনিয়ন পরিষদের সদস্য সুরুজ বাঙ্গালি বলেন, “এটি শুধু নাজমুল নয়, পুরো এলাকার জন্য একটি বড় ক্ষতি। প্রশাসনের উচিত দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে গ্রামে নিরাপত্তা নিশ্চিত করা।”

গ্রামের মানুষ মনে করছে, শত্রুতা বা প্রতিহিংসার কারণে যদি এমন ভয়াবহ ঘটনা ঘটে, তবে এর প্রভাব কেবল একজন মানুষের ওপর নয়—পুরো সমাজকে নৈতিকভাবে বিপর্যস্ত করে।

ট্যাগস :

ঈশ্বরগঞ্জের পুকুরে বিষকাণ্ড: মূল অভিযুক্ত ফারুক আটক

আপডেট সময় : ১০:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ঈশ্বরগঞ্জের পুকুরে বিষকাণ্ড: মূল অভিযুক্ত ফারুক আটক

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সুন্দাইলপাড়ায় মাছের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতির ঘটনায় নতুন অগ্রগতি হয়েছে। গ্রামবাসীর হাতে আটক হওয়া শাহীনকে জিজ্ঞাসাবাদের পর এবার পুলিশ মূল প্ররোচক হিসেবে অভিযুক্ত ফারুককে (৩৮), পিতা আক্কাস, গ্রেপ্তার করার চেষ্টা অব্যহত রাখছে।

স্থানীয় সূত্র জানায়, আটক শাহীন প্রথমে স্বীকার করে যে, সে সরাসরি পুকুরে বিষ ঢেলেছে। তার দাবি, শত্রুতার জেরে ফারুক তাকে এ কাজে প্ররোচিত করে এবং বিষ কিনে দেয়। প্রাথমিকভাবে ফারুক অভিযোগ অস্বীকার করলেও পুলিশি অনুসন্ধান ও স্থানীয়দের সাক্ষ্যে তার সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাকে গত রাতে অভিযান চালিয়ে আটক করে পুলিশ।

ছড়িয়ে পড়া ভিডিওতে ইউনিয়ন পরিষদ সদস্য সুরুজ বাঙ্গালির জিজ্ঞাসাবাদ থেকে জানা যায়, “দুই আসামিকে হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নাজমুলের অভিযোগের মামলা রজু হওয়া শুরু হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

ক্ষতিগ্রস্ত কৃষক নাজমুল বলেন, “আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমার পরিবার এখন চরম অনিশ্চয়তায়। আমি চাই অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।”

অন্যদিকে, এলাকাবাসীও ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার দাবী জানাচ্ছেন। ইউনিয়ন পরিষদের সদস্য সুরুজ বাঙ্গালি বলেন, “এটি শুধু নাজমুল নয়, পুরো এলাকার জন্য একটি বড় ক্ষতি। প্রশাসনের উচিত দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে গ্রামে নিরাপত্তা নিশ্চিত করা।”

গ্রামের মানুষ মনে করছে, শত্রুতা বা প্রতিহিংসার কারণে যদি এমন ভয়াবহ ঘটনা ঘটে, তবে এর প্রভাব কেবল একজন মানুষের ওপর নয়—পুরো সমাজকে নৈতিকভাবে বিপর্যস্ত করে।