উদ্ধারকৃত সেই বোমা সাদৃশ্য বস্তুটি নিস্ক্রীয় করেছে র্যাব-১৩ এর ডিসপোজল ইউনিট
আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উদ্ধারকৃত বোমা সাদৃশ্য বস্তুটি নিস্ক্রীয় করেছে র্যাবের বোম ডিসপোজল ইউনিট।
৯ জুন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার হালিমুজ্জামানের নেতৃত্বে এডি আনসার আলীসহ র্যাবের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা গোবিন্দগন্জ উপজেলার বাগদা ফার্মের নিরাপদ স্থানে নিয়ে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে বোমটি নিস্ক্রীয় করা হয়।
এর আগে উপজেলার কামারদহ ইউনিয়নের দাঁড়িয়াপাড়া ভাগ গোপাল গ্রামের নির্মানধীন বাড়ী থেকে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি এ,কে,এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,উদ্ধার হওয়া বোমা সাদৃশ্য বস্তুটি নিস্ক্রীয় করা হয়েছে।
এবং এটি কি ধরনের বস্তু ছিলো তা পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা ঢাকায় প্রেরন করা হয়েছে।
পরীক্ষা নিরীক্ষার পরেই জানাযাবে এটি প্রকৃত পক্ষে কি ছিলো।