জয়পুরহাটের কালাই পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পথসভায় দুটি শক্তিশালী ককটেল বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন।
রোববার (০৪ অক্টোবর) রাতে কালাই পৌর শহরের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের পোশাক কারখানায় আগুন
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল অভিযোগ করেন, কালাই পৌরসভার মেয়র হালিমুল আলম জন মারা যাওয়ায় সেখানে আগামী ১০ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কালাই পৌর শহরের হাসপাতাল সড়কে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে শান্তিপূর্ণ পথসভা চলছিল।
এ সময় ওই সভাস্থলে বিকট শব্দে পরপর দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৩ জন আহত হন। আহতদের মধ্যে কালাই উপজেলার মাত্রাই এলাকার মৃত আব্দুল জোব্বারের ছেলে আব্দুল লতীফকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আরও ২ জনকে নিয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাদের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনার জন্য বিএনপি প্রার্থীর নেতা-কর্মীরাই দায়ী বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী বেলাল।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি সমর্থিত প্রার্থী আনিসুর রহমান তালুকদার বলেন, বিএনপি প্রার্থীসহ তাদের নেতা-কর্মীদের নির্বাচন করতে দেবে না বলে এটি আওয়ামী লীগের সাজানো নাটক মাত্র।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।