DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

উৎসবে ৬ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

DoinikAstha
মে ১০, ২০২১ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি শহরে স্থানীয় সময় রোববার এক জন্মদিনের উৎসবে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছে। হত্যাকাণ্ডের পর বন্দুকধারী আত্মহত্যা করে বলে পুলিশের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

কলোরাডো স্প্রিংস শহরের এক জন্মদিনের উৎসবে ঘটেছে এ হত্যাকাণ্ড। শহরের পুলিশ বিভাগ বলছে, ‘জন্মদিনের উৎসব চলাকালে অভিযুক্ত ব্যক্তি গাড়ি চালিয়ে ঘটনাস্থলে এসে লোকজনের ওপর গুলি চালানো শুরু করে। এরপর আত্মহত্যা করে।‘ অভিযুক্ত ব্যক্তি গুলিবর্ষণে নিহত এক নারীর প্রেমিক বলে পুলিশ জানিয়েছে।

এই হামলার কারণ তৎক্ষণাৎ জানতে পারেনি পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।নিহতেরা সবাই প্রাপ্তবয়স্ক। তবে ঘটনাস্থলে শিশুরাও ছিল।নিহত কিংবা হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।

স্থানীয় পুলিশ বলছে, ‘ভয়াবহ এই ঘটনায় ছয়জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত শিশুদের কোনো ক্ষতি হয়নি। শিশুরা তাদের স্বজনদের হেফাজতে রয়েছে।’

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১২টা ১৮ মিনিটে ক্যান্টারবুরি মোবাইল হোম পার্ক থেকে একটি ফোনকল পায়।

পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ছয়জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মরদেহসহ গুরুতর আহত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে দেখতে পায়। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে, সেখানে তার মৃত্যু হয়।’

এই হত্যাকাণ্ডকে ‘হিতাহিত জ্ঞানহীন সহিংসতা’ উল্লেখ করে কলোরাডো স্প্রিংসের মেয়র জন সুদারস বলেন, ‘প্রাণহানির ঘটনায় আমরা আজ শোকাহত। সেইসঙ্গে যারা আহত হয়েছে এবং যারা স্বজন হারিয়েছে, তাদের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছি।’

এর আগে চলতি বছরের মার্চে কলোরাডোর বোল্ডার শহরে একটি মুদি দোকানের ভেতরে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন নিহত হয়েছিল। সন্দেহভাজন বন্দুকধারীকে পরে আটক করা হয়েছিল। অভিযুক্ত বর্তমানে হত্যা মামলায় বিচারাধীন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০