একই সাথে দেখা মিলছে ২৭৭টি নদীর পানি
আব্দুল্লাহ আাজাদ/ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ
নদী গ্যালারিতে এক সাথে দেখা মিলছে দেশের প্রায় তিন শতাধিক নদীর পানি। যা দেখতে দর্শনার্থীদের ভিড় জমেছে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচায়।ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচা ইউনিয়নে ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর নিয়ন্ত্রনে গড়ে উঠেছে লোকায়ন জীবন বৈচিত্র জাদুঘর। যেখানে মহান মুক্তিযুদ্ধ জাদুঘর, গ্রাম বাংলার ইতিহাস তুলে ধরার পাশাপাশি একই সাথে দেখা মিলছে বাংলাদেশের ৬৪টি জেলার বিভিন্ন এলাকার ২৭৭ টি নদীর পানি।
১লা ফেব্রুয়ারী ২০১৬ ইং সালে এটি উদ্বোধন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামন, নতুন প্রজন্মকে বাংলাদেশের নদীর সাথে পরিচয় করি দিতেই এমন উদ্যোগ গ্রহন করেছে ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর নির্বাহী পরিচালক ড. শহীদ উজজামান পুরো দেশের অনেক নদীর পানি এখানে সংগ্রহ করা হয়েছে। রংপুর বিভাগসহ দেশের সকল বিভাগের পানি এখানে একসাথে দেখা মিলছে। আর এখানে বাংলাদেশের কোন জেলার ওপর দিয়ে কোনে নদী প্রবাহিত হয়েছে সকল নদীগুলো মানচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে।
লোকায় জীবন বৈচিত্র যাদুঘরের প্রতিষ্ঠাত ও ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান বলেন, আমরা জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ কিন্তু খুবই দুঃখের বিষয় যে কাউকে যদি বলা হয় ৪০(চল্লিশ)নদীর নাম লিখ এটা সে পারবে না কারণ নদী নিয়ে আমাদের চর্চা খুব কম। কিন্তু নদী আর বাংলাদেশ একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত মধ্যযুগে বাংলাদেশে প্রায় ১৩০০(এক হাজার তিনশত) নদী ছিল।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে এখন ৪০৫ টি নদী শাখা নদী ও উপনদী টিকে আছে। তাই মানুষের ভিতরে বিষেশ করে তরুন প্রজন্মের কাছে পরিবেশ নদীর প্রতি ভালোবাসা তথা দেশের প্রতি ভালোবাসার অব্যাহত ধারাটিকে ধরে রাখার জন্য এই লক্ষ্য নিয়েই আমাদের এই নদী গ্যালারীতে বাংলাদেশের প্রায় সব নদ-নদীর জল সংগ্রহ করার চেষ্টা চলছে। ইতোমধ্যে আমরা ২৭৭ টি নদীর পানি এখানে এনেছি। এছাড়াও দেশের বাইরে যেমন; টেম্স, দানিয়ুব নদী ও মরমর সাগরের পানিও এখানে সংগ্রহ করা হয়েছে।যার মাধ্যমে আমাদের জলবায়ু পরিবর্তনশীল যে পরিবেশ ও পরিস্থিতির সাথে আমাদের এখনকার প্রজন্মর সাথে যোগ-সংযোগ তৈরির মাধ্যমে সচেতনতা তৈরি করা।
তিনি আরও বলেন আমাদের একটি বই আছে যেখানে বাংলাদেশের প্রতিটি নদীর নাম রয়েছে কোথায় সেই নদী তার ইতিহাস নদীর চর নদী ভিত্তিক উৎসব নৌকার যে বিভিন্ন বর্ণনা এবং নদীকে কেন্দ্র যে বিভিন্ন পেশা তা নিয়ে বইটিতে লেখা হয়েছে।