DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৪ঠা মে ২০২৫
ঢাকারবিবার ৪ঠা মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

একদিন পিছিয়ে গেল খালেদা জিয়ার দেশে ফেরা

Doinik Astha
মে ৪, ২০২৫ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৫ মে লন্ডন থেকে দেশে ফেরার কথা থাকলেও তা একদিন পিছিয়ে গেছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ৬ মে মঙ্গলবার তিনি দেশে ফিরবেন।

তবে ওই দিন কয়টা নাগাদ খালেদা জিয়া দেশে ফিরবেন ,তা এখনো নিশ্চিত করতে পারেনি বিএনপির মিডিয়া সেল।

শনিবার (৩ মে) রাত পৌনে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বিএনপি মহাসচিবের নির্দেশে গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার লন্ডন থেকে চেয়ারপারসন দেশের উদ্দেশে রওনা হবেন। ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার (৬ মে)। কখন নামবেন, সে সময় চূড়ান্ত হওয়ার পর জানানো হবে।

এর আগে সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, সোমবার খালেদা জিয়া দেশে ফিরবেন কাতারের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে। তাকে বিমানবন্দর থেকে বাসা পর্যন্ত রাস্তায় সংবর্ধনা জানানো হবে। তার সঙ্গে দুই পুত্রবধূও দেশে আসবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪