ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:৩৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ১৬২০ বার পড়া হয়েছে

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এই ধাপে ১০,৭৩,৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে ফলাফল বুধবার (২০ আগস্ট) রাত ৮টায় প্রকাশ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং একাদশে ভর্তি কমিটি নিশ্চিত করেছে, দেশের সব কলেজ ও মাদরাসায় কেন্দ্রীয়ভাবে এই প্রথম ধাপের আবেদন নেওয়া হয়েছে। প্রথম ধাপে আবেদন নেওয়া হয়েছিল ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত।

তথ্য অনুযায়ী, গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩,০৩,৪২৬ জন পাস করেন। পুনঃনিরীক্ষণে আরও ৪,৭৯২ জন পরীক্ষার্থী পাস করেন। সব মিলিয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ১৩,০৮,২১৮ জন।

কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১,০৪,৪১১ জন। স্কুল-মাদরাসা থেকে এসএসসি ও দাখিল পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১২,০৩,৮০৭ জন। এরমধ্যে ১,৩০,৪৭১ জন শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেননি।

ভর্তি কমিটির সদস্যরা জানান, অনেকে পছন্দক্রম ও ফলাফলের সামঞ্জস্য না থাকায় কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে নির্বাচিত হননি। প্রথম ধাপে আবেদন না করা শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীরা মনোনীত কলেজ বা মাদরাসায় ভর্তি নিশ্চয়ন করতে পারবেন। কেউ যদি মনোনীত প্রতিষ্ঠানে ভর্তি হতে না চান, তবে পরবর্তী ধাপে পুনরায় আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চয়নের পরও মাইগ্রেশনের সুযোগ থাকবে।

ট্যাগস :

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ

আপডেট সময় : ০৯:৩৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এই ধাপে ১০,৭৩,৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে ফলাফল বুধবার (২০ আগস্ট) রাত ৮টায় প্রকাশ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং একাদশে ভর্তি কমিটি নিশ্চিত করেছে, দেশের সব কলেজ ও মাদরাসায় কেন্দ্রীয়ভাবে এই প্রথম ধাপের আবেদন নেওয়া হয়েছে। প্রথম ধাপে আবেদন নেওয়া হয়েছিল ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত।

তথ্য অনুযায়ী, গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩,০৩,৪২৬ জন পাস করেন। পুনঃনিরীক্ষণে আরও ৪,৭৯২ জন পরীক্ষার্থী পাস করেন। সব মিলিয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ১৩,০৮,২১৮ জন।

কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১,০৪,৪১১ জন। স্কুল-মাদরাসা থেকে এসএসসি ও দাখিল পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১২,০৩,৮০৭ জন। এরমধ্যে ১,৩০,৪৭১ জন শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেননি।

ভর্তি কমিটির সদস্যরা জানান, অনেকে পছন্দক্রম ও ফলাফলের সামঞ্জস্য না থাকায় কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে নির্বাচিত হননি। প্রথম ধাপে আবেদন না করা শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীরা মনোনীত কলেজ বা মাদরাসায় ভর্তি নিশ্চয়ন করতে পারবেন। কেউ যদি মনোনীত প্রতিষ্ঠানে ভর্তি হতে না চান, তবে পরবর্তী ধাপে পুনরায় আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চয়নের পরও মাইগ্রেশনের সুযোগ থাকবে।